মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০ইউনিয়ন ও ১পৌরসভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ৭৭০ জন শিশুদের মাঝে শিশু খাদ্য (দুধ) বিতরন শুরু হয়েছে। এর আওতায় বৃহস্পতিবার (২৩ জুলাই) বড়লেখা উপজেলা দাসের বাজার ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ৭০ জন শিশুদের মাঝে শিশু খাদ্য (দুধ) বিতরণ করা হয়।
দাসেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান কমর উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, বিশেষ অতিথি হিসেবে রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম আল ইমরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার উবায়েদ উল্লাহ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মুসব্বির আলী প্রমুখ।
পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে শিশু খাদ্য (দুধ) বিতরণ করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার উবায়েদ উল্লাহ খান জানান, বড়লেখা উপজেলার ১০ইউনিয়ন ও ১পৌরসভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ৭৭০ জন শিশুদের মাঝে শিশু খাদ্য (দুধ) বিতরন করা হবে।