যুক্তরাজ্যের স্কটল্যান্ডের রাজধানী গ্লাসগোয় এক সন্ত্রাসি হামলায় ছয়জন আহত হয়েছেন। সিটিসেন্টারের কাছে একটি হোটেলের সিঁড়িতে ছুরিকাঘাতের ঘটনায় নিহত হবার খবর সরকারীভাবে এখনও আসে নি। ছুরিকাহত ৬ জন হাসপাতালে চিকিৎসাধিন আছেন । আহতদের মাঝে একজন পুলিশ সদস্যও রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ গুলি করলে হামলাকারীও নিহত হয়।
স্কটিশ পুলিশ ফেডারেশন জানিয়েছে, হামলাকারী ছুরি নিয়ে আর্মড পুলিশের উপর হামলা চালায়। পুলিশ জানিয়েছে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রনে। জনগনের কোন বিপদ নেই এই মুহুর্তে।এদিকে যে হোটেলটিতে এই হামলার ঘঠনা ঘঠেছে, ঐ পার্ক ইন হোটেলটি বর্তমানে এসাইলাম সিকারদের জন্য ব্যবহৃত হয়ে আসছে।
স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিওন এ আক্রমনকে এক ভয়ানক ঘটনা হিসেবে উল্লেখ করে গভীর দু্ঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও গ্লাসগোর ঘটনায় গভীর দু:খ প্রকাশ করেছেন।
পুলিশ স্কটল্যান্ডের অ্যাসিস্টেন্ট চিফ কনস্টেবল স্টিভ জনসন জনগনকে এই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, এই ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।তবে তিনি আশংকামুক্ত নন।