কোভিড -১৯ এ মৃত্যুবরণকারী বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় তিন নেতা প্রয়াত সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম,ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ,সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এবং কাতালোনীয়া যুবলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বিজয়ের মা’ সহ সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায়- বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাতালোনীয়া শাখার উদ্যোগে মিলাদ,দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ জুন সোমবার বার্সেলোনা শহরে স্থানীয় একটি রেস্টুরেন্টে রাত ৯টার সময় কাতালোনীয়া যুবলীগের সভাপতি কাজী আমির হোসেন আমুর সভাপতিত্বে এবং যুবলীগের সহ-সভাপতি মহীউদ্দীন কিশোর এর পরিচালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সান্তা কোলমা বার্সেলোনা শাখার সভাপতি নাজমুল আলম শফি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ কাতালোনীয়া শাখার সভাপতি শাহ আলম সাধীন,কাতালোনীয়া আওয়ামী লীগ নেতা কামরুল মোহাম্মদ,সান্তা কোলমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান নাসিম।
আলোচনা ও শোক সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাতালোনীয়া যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো.ছালাহ উদ্দিন।
তিনি জাতির জনক শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল শহীদ সদস্য সহ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ মুক্তিযোদ্ধাদের কথা স্মরণ করে বলেন কোভিড -১৯ এ বাংলাদেশ আওয়ামী লীগ তথা বাংলাদেশ হারিয়েছে তিনজন জাতীয় নেতাকে। তাদের রাজনৈতিক আদর্শকে অনুসরণ করার মাধ্যমে উন্নত বাংলাদেশকে গড়ে তুলতে আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করার কোন বিকল্প নেই। কাতালোনীয়া আওয়ামী যুবলীগ তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক সমন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছে।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সাবেক সদস্য মাওলানা এনায়েত হোসেন।এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন কাতালোনীয়া যুবলীগের সহ-সভাপতি বাবুল আহমদ,যুবলীগ নেতা রাসেল এমরান,যুবলীগ নেতা জাকির হোসেন সহ অন্যানরা।বক্তারা কভিড ১৯এ মৃত্যুবরণকারী পৃথিবীর সকল মানুষের আত্মার মাগফিরাত কামনা করেন।
মাওলানা এনায়েত হোসেন এর পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় । এসময় যুবলীগের নেতৃবৃন্দের পাশাপাশি আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।