­
­
বুধবার, ৯ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিশ্বকে বদলে দিতে বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ  » «   প্রবাসীদের ভোট পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি  » «   নাসার সাথে চুক্তি, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা জোটে যুক্ত হলো বাংলাদেশ  » «   সারা দেশে সরকারি ফার্মেসি চালু করছে সরকার  » «   ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে বাটা-কেএফসি ভাংচুর : ৪ মামলা, গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান  » «   গাজায় গণহত্যা: ছয় জেলায় বাটা-কেএফসিতে হামলা-ভাঙচুর, হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ  » «   গাজার ৫০ শতাংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে, সংকুচিত হয়ে পড়ছেন ফিলিস্তিনিরা  » «   গাজায় ইসরায়েলি আগ্রাসন : প্রতিবাদে সামিল বাংলাদেশ  » «   যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ: বাংলাদেশের জন্য সুযোগও সৃষ্টি হতে পারে  » «   ১০০ ডলারের টি-শার্টের শুল্ক ৪৯ ডলার!  » «   বাংলাদেশসহ ১৩ দেশের ওপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা সৌদির  » «   ট্রাম্পের শুল্ক ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ  » «   ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ  » «   বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «  

পাসপোর্ট দালালদের পক্ষ নেয়ায় প্রত্যাহার হতে পারেন ইতালির রাষ্ট্রদূত



একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ইতালির রাজধানী রোমে প্রতিষ্ঠিত বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট দালালি করে যাচ্ছে। আর এসব দালালদের সহযোগিতা করায় ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদারকে তার মেয়াদপূর্তির আগেই প্রত্যাহার করা হতে পারে বলে জানা গেছে।

করোনা ভাইরাসের কারণে ইতালিতে অবৈধ অভিবাসীদের বৈধতার ঘোষণা দেয় ইতালি সরকার। এতে সুযোগ সৃষ্টি হয় অবৈধ বাংলাদেশি অভিবাসীদেরও কিন্তু পাসপোর্ট বা সার্টিফিকেট ছাড়া বৈধতার জন্য আবেদন করতে পারছেন না তারা।

এই অবস্থায় বাংলাদেশ সমিতিরসহ কমিউনিটির নেতারা রাষ্ট্রদূতের সাথে বৈঠক করে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া সনদ দেবার সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু দালালচক্রের স্বার্থ রক্ষায় পাঁচ দিনের মাথায় ওই সিদ্ধান্ত থেকে সরে আসে রাষ্ট্রদূত। বিক্ষুব্ধ হয়ে ওঠে ইতালি প্রবাসী বাংলাদেশিরা। তারা দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং অবিলম্বে দালালি বন্ধ, রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে তার দুর্নীতির তদন্ত করার দাবি জানায়।

প্রবাসীরা প্রধানমন্ত্রীর বরাবরে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার অনুরোধ জানায় এবং প্রবাসীদের বিশেষ করে অবৈধ অভিবাসীদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানায়। জানা গেছে, আবেদনের প্রেক্ষিতে মেয়াদ পূর্তির আগেই আবদুস সোবহান সিকদারকে প্রত্যাহার করে নেয়া হচ্ছে।

রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার অবসর গ্রহণের পর চুক্তিভিত্তিক নিয়োগে ইতালিতে আসেন। চুক্তির মেয়াদ শেষ হলে তদবির করে আরো দুই বছর বাড়িয়ে নেন তিনি। তার মেয়াদ শেষ হবে আগস্ট মাসে। কিন্তু তার আগেই দুর্নীতি আর দালালদের সহযোগিতার অভিযোগ নিয়ে আব্দুস সোবহান শিকদারকে ফিরে যেতে হচ্ছে বলে ধারণা ইতালি প্রবাসী বাংলাদেশীদের।

এ ব্যাপারে রাষ্ট্রদূতের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। দূতাবাসের এক কর্মকর্তা জানান, বিষয়টি তারাও শুনেছেন। তবে এ ব্যাপারে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

অভিযোগ রয়েছে, দলীয় পরিচয় ব্যবহার করে একজন নেতার নেতৃত্বে এই দালাল চক্র গড়ে ওঠে। দূতাবাসে ওই নেতার দুই নিকটাত্মীয়কে তদবিরের মাধ্যমে চাকরি দেয়া হয়েছে। ফলে দূতাবাস এখন দালালচক্রের তীর্থ ভূমিতে পরিণত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ইতিমধ্যেই ইতালিতে নতুন রাষ্ট্রদূত কে আসবে সেই সিদ্ধান্ত নেয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই জানা যাবে বৃহত্তর জনগোষ্ঠীর বাংলাদেশীদের বসবাস ইতালিতে কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রদূত।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন