যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটির অন্যতম শীর্ষস্থানীয় নেতা, লন্ডনস্হ বাংলাদেশ সেন্টারের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও প্রাক্তন ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব হাফিজ মজির উদ্দিন বার্ধক্য জনিত বিভিন্ন রোগে সিলেটের নূরজাহান হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় আজ (মঙ্গলবার, ১৬ জুন ২০২০ ইং) বাংলাদেশ সময় সকাল ১০ ঘটিকায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বৎসর।তিনি ৪ ছেলে ও ৩ মেয়ের জনক ছিলেন।তাঁর জানাজা ঐদিন বিকাল ৫ টায় সিলেটের মানিক পীরের টিলায় অনুষ্ঠিত হয় এবং পরে সেখানে তাঁকে দাফন করা হয়।মরহুমের চতুর্থ সন্তান এমাদ আহমদ পিতার সাথে দেশে অবস্হান করেছিলেন এবং তিনি জানাজায় ইমামতি করেন।
তিনি কমিউনিটির বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। দীর্ঘ ১৬ বৎসর বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন। বাংলাদেশ হার্ট ফাউন্ডেশন সিলেট এর ইউ কে কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাবেক কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ছিলেন। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যে একজন প্রবাসী সংগঠক হিসাবে বিশেষ ভূমিকা পালন করেন। হাফিজ মজির উদ্দিন একাত্তরের মুক্তিযুদ্ধ শুরুর আগে তিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য সক্রিয় ছিলেন। ১৯৬৮ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কুখ্যাত আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেফতার করা হলে যুক্তরাজ্য প্রবাসীরা শেখ মুজিব ডিফেন্স ফান্ড গঠন করে বঙ্গবন্ধুকে সে মামলা থেকে উদ্বার করার জন্য লন্ডন থেকে কিউসি স্যার থমাস উইলিয়ামকে প্রেরণ করতে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি শেখ মুজিব ডিফেন্স ফান্ড কমিটির কোষাধ্যক্ষ ছিলেন। তিনি যুক্তরাজ্যে স্বাধীনতার সংগ্রাম কমিটির কোষাধ্যক্ষও ছিলেন। নিজস্ব উদ্যোগে ভারতের করিমগঞ্জে তহবিল ও ত্রাণ সরবরাহ করতে ভূমিকা রাখেন। এছাড়াও বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর নির্দেশে যুক্তরাজ্য থেকে কিছু অর্থের ব্যবস্থা করেছিলেন এবং মুক্তিযোদ্ধাদের জন্য পোশাক, বুট, মশারির এক ট্রাক মালামাল সরবরাহ করেছিলেন। বাংলাদেশ হাই কমিশন ও বাংলাদেশ সেন্টার পৃথক পৃথক ভাবে আলহাজ্ব হাফিজ মজির উদ্দিনকে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান করে।
তিনি সিলেট জেলার গোলাপগন্জ উপজেলার বাঘিরঘাট গ্রামের অধিবাসী ছিলেন এবং লন্ডনের সাউথ ওডফোর্ডে স্বপরিবারে বসবাস করতেন।
তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি গভীর শোক প্রকাশ করেছেন।তিনি এক শোকবার্তায় বলেন, যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটির নেতা গোলাপগঞ্জ তথা সিলেটের কৃতি সন্তান আলহাজ্ব হাফিজ মজির উদ্দিন ছিলেন সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব। মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যে প্রবাসী সংগঠক হিসাবে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন।আমি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করছি। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। দোয়া করি আল্লাহ তায়ালা তাঁকে বেহেস্ত নসিব করুন।
এছাড়া বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন গভীর শোক প্রকাশ করে বলেছেন, আমরা হারিয়েছি আমাদের একজন অভিভাবককে।