সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় গত (৭ জুন) রবিবার করোনা (কোবিড۔১৯) আক্রান্ত ৫৪০ জন নতুন রোগী সনাক্ত করেছে এবং ৭৪৫ জন রোগী সুস্থ হবার সংবাদ দিয়েছে ।এর মধ্যে ১ জন রোগীর মৃত্যুর কথা নিশ্চিত করা হয়েছে ।আক্রান্ত রোগীদের অতি সত্ত্বর সুস্থতা নিয়েও খুব আশাবাদী আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়। রবিবার ৪৪০০০ হাজার কোবিড۔۔১৯ এর পরীক্ষা করা হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে ।
গত শনিবার আমিরাত সরকার ২.৫ মিলিয়ন কোবিড ১৯ পরীক্ষা (টেষ্ট) অতিক্রম করেছে বলে ঘোষণা করেছে।তাছাড়াও সংযুক্ত আরব আমিরাত এ কোবিড ۔১৯ রোগীর সুস্থ হবার সংখ্যাও আশা জাগানিয়া সংবাদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে আরব আমিরাত কোবিড ১৯ পরীক্ষায় বিশ্বের মধ্যে প্রথম তিনটি দেশের মাঝে একটা।এদিকে এক বিবৃতিতে মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, কোবিড ۔১৯ নিয়ে কোনো ব্যক্তি যেন কোন ধরণের গুজব না ছড়ায়, গুজবে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে ।
তাছাড়া সকল নাগরিক এবং অভিবাসীদেরকে আমিরাত সরকার কর্তৃক প্রণীত লকডাউন এর আইন মেনে চলে সরকারকে এই প্যানডামিক মোকাবেলায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে ।