বাংলাদেশের সংসদ সদস্য (লক্ষীপুর-২ আসনের এমপি) কাজী শহীদ ইসলাম পাপুল কুয়েতে গ্রেফতার হয়েছেন। গতকাল (৬ জুন) রাতে তিনি গ্রেফতার হন কুয়েতে । আজ (৭জুন) সকালে আটক হওয়ার বিষয়টি জেনেছেন বলে জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত আবুল কালাম।
চলতি বছরের ফেব্রুয়ারিতে অর্থ ও মানবপাচার এবং ভিসা জালিয়াতির অভিযোগে কুয়েতে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় মোট তিনজন জড়িত ছিল বলে তখন খবর পাওয়া যায়। বাকি দুজন পালিয়েছিলেন। ওই দুজনের একজন শহীদ ইসলাম পাপুল ছিলেন বলে গুঞ্জন রয়েছে।
রাষ্ট্রদূত আবুল কালাম জানিয়েছেন, পাপুলকে গ্রেফতারের বিষয়ে কুয়েতের সিআইডি বাংলাদেশ দূতাবাসকে এখনও পর্যন্ত কোনো তথ্য দেয়নি। তার বিরুদ্ধে কোনো মামলা আছে -কিনা খোঁজ নেয়া হচ্ছে।
এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন মোহাম্মদ শহীদ ইসলাম। তার বিরুদ্ধে কুয়েতে মানবপাচার করে এক হাজার ৪শ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এই অভিযোগে গত ফেব্রুয়ারি থেকে তার বিরুদ্ধে অনুসন্ধানও শুরু করে দুর্নীতি দমন কমিশন-দুদক।