শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক রাখালগঞ্জ দারুল কোরআন ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা শেহাব উদ্দিন আলীপুরী কে -ড. মোহাম্মদ শহীদউল্লাহ স্বর্ণপদক প্রদান করা হয়েছে।
বিশিষ্ট এই আলেম দীর্ঘ দিন থেকে সিলেট বিভাগের বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা করেছে। তার শিক্ষকতা পেশা শুরু বড়লেখা উপজেলার চান্দ্রগ্রাম ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক হিসাবে।
তিনি ইছামতি কামিল মাদ্রাসা জকিগঞ্জ সিলেট থেকে -কামিল-হাদিস , ছারছিনা দারুছ ছুন্নাহ কামিল মাদ্রাস ফিরোজপুর থেকে- কামিল -তাফসির, বাংলাদেশ ইসলামি ইনস্টিটিউট গাজীপুর থেকে – কমিল -ফিকহ বিষয়ে ডিগ্রী অর্জন করেন।
অধ্যক্ষ হযরত মাওলানা শেহাব উদ্দিন আলীপুরী একজন ইসলামিক বক্তা হিসাবে সুপরিচিত। তিনি আল- ইসলাহ সিলেট জেলা শাখার সহ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।
বিশিষ্ট এই ইসলামি চিন্তাবিদ ও শিক্ষক এর বাড়ী সিলেট বিয়ানীবাজার উপজেলার মুল্লাপুর ইউনিয়নের আলিপুর গ্রামে।
প্রসঙ্গত, জাতীয় পর্যায়ে প্রতি বছর সারা বাংলাদেশ থেকে বাছাই করে ৫০ জন শ্রেষ্ট শিক্ষক’কে এই পদক দেয়া হয়।