সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
লেবাননে হামিদা বেগমের লাশ পড়ে আছে হিমঘরে।সম্প্রতি ৩১ বছর বয়সি ঐ নারী লেবাননে আত্মহত্যা করে মারা গেছেনে।বৈরুতের বাংলাদেশ দূতাবাসের অধীনে তার লাশ লেবাননের হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। হামিদা বেগমের স্বামীর নাম আব্দুল জলিল, গ্রাম বাতমোর, ডাকঘরঃ বাতমোর নতুন হাট,থানাঃ মঠবাড়িয়া, জেলাঃ পিরোজপুর -বাংলাদেশ।তার পিতার নাম সোনাহার তালুকদার, মাতা মনোয়ারা বেগম।
লেবাননস্থ বাংলাদেশ দূতাবাস তার পরিবারের সাথে যোগাযোগের কোন নাম্বার পাচ্ছে না। দেশে লাশ প্রেরনে পরিবারের সাথে যোগাযোগ অতি জরুরি। তাই লেবানন প্রবাসী কারো পরিচিত বা তার পরিবারের কোন সদস্য কিংবা সজনকে জানা থাকলে দূতাবাসকে সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন