­
­
রবিবার, ৬ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ট্রাম্পের শুল্ক ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ  » «   ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ  » «   বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «   চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রবিবার  » «   এনসিপি: অম্ল-মধুর একমাস পার, ভোটের পথে প্রস্তুতি কতদূর?  » «   চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে, ফায়ার সার্ভিসের সতর্কতা  » «  

বাংলাদেশে ছুটিতে থাকা স্পেন প্রবাসীদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে দূতাবাস



করোনাভাইরাসজনিত কারনে যেসকল স্পেন প্রবাসী বাংলাদেশী ছুটিতে গিয়ে আটকে আছেন, স্পেনে ফিরে আসার জন্য যারা বিশেষ বিমানে আসার আবেদন করেছেন, তাদের জন্য উদ্যোগ নিয়েছে স্পেনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ।

রবিবার (১৭ মে) বাংলাদেশ দূতাবাসের মিশন উপ-প্রধান মিনস্টার এম হারুন আল রশিদ এর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্পেনে ফিরে যেতে ইচ্ছুক বাংলাদেশিকে চার্টার এর খরচ বহন করতে। সংশ্লিষ্ট প্রবাসীদের নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে একজন অথবা সর্বোচ্চ দুইজন প্রতিনিধি কিংবা ফোকাল পয়েন্ট নির্ধারণ করতে হবে।
সেই ফোকাল পয়েন্টের কন্টাক্ট – মোবাইল নাম্বার, পাসপোর্ট নাম্বার, স্পেনিশ রেসিডেন্ট কার্ড নাম্বার দূতাবাসের bdembm01@gmail.com এই ইমেইল ঠিকানায় পাঠাতে হবে। দূতাবাস ফোকাল পয়েন্টের সাথে যোগাযোগ করবে। পরবর্তী কার্যক্রমের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোন দায়িত্বশীল কর্মকর্তার সাথে ফোকাল পয়েন্ট অথবা প্রতিনিধিকে যোগাযোগ করিয়ে দেওয়ার কথা জানিয়েছে দূতাবাস।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়ঃ সেক্ষেত্রে দূতাবাস কিংবা মন্ত্রণালয় শুধুমাত্র বিভিন্ন অনুমোদনের দায়িত্ব নিবে। চার্টার এর মূল্য প্রতিনিধির মাধ্যমে অথবা প্রতিনিধি সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সাথে যেভাবে আলোচনা করে ঠিক করবেন সে প্রক্রিয়ায় পরিশোধ করবেন। তাই সকল ভ্রমণ প্রত্যাশিকে প্রতিনিধি ঠিক করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করা হচ্ছে। প্রতিনিধি কর্তৃক কেউ প্রতারিত হলে তাঁর দায়িত্ব দূতাবাস কিংবা মন্ত্রণালয় নিবে না।

লকডাউন চলাকালীন বাংলাদেশ থেকে চার্টার বিমানকে মাদ্রিদে অবতরণ করতে দেওয়া হবে কিনা , সে বিষয়ে দূতাবাস কাজ করছে। যদি অনুমোদন না দেয়া হয়। তখন চার্টার বিমানে ভ্রমনে করার কোন সুযোগ থাকবে না। তবে যেহেতু এ আয়োজনটি একটি দীর্ঘ প্রক্রিয়া তাই অগ্রিম এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে দূতাবাস।

এগুলো চার্টার এ ভ্রমণ করার প্রাথমিক প্রক্রিয়া। পরবর্তী প্রক্রিয়াগুলো ফোকাল পয়েন্টের মাধ্যমেই সংশ্লিষ্ট সকলে জানতে পারবেন। এছাড়া দূতাবাসও ফোকাল পয়েন্টকে সহযোগিতা করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন