সংযুক্ত আরব আমিরাতে নতুন করে আরও ১০২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন করে সুস্থ হয়েছেন ৩ জন এবং আরো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এ নিয়ে আমিরাতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৭০ জনে যার মধ্যে সুস্থ হয়েছেন ৫৮ জন এবং মৃত ৩ জন।
রবিবার (২৯ মার্চ) আমিরাত সরকারের টুইটার হ্যান্ডেলের মাধ্যমে এই তথ্য জানা যায়। আজকে আকান্তদের মধ্যে কোন বাংলাদেশি নেই। আজ যিনি মৃত্যুবরণ করেছেন তিনি ৪৭ বছর বয়েসি একজন আরবী মহিলা। আজ যারা সুস্থ হয়েছেন তাদের মধ্যে ২ জন ভারতীয় এবং একজন ফিলিপিনি নাগরিক।
এদিকে জাতীয় জীবনামুক্তকরণ অভিযান ২৬ মার্চ শুরু হয়েছিলো যা আজ ২৯ মার্চ শেষ হবার কথা থাকলেও তা ৫ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এখন পর্যন্ত ২,২০,০০০ জনের করোনা ভাইরাস পরিক্ষা করা হয়েছে আমিরাতে। আমিরাত সরকার করোনা ভাইরাস রোধ করতে নানা রকম আইন করেছে সেসব আইন মেনে চলতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সকল প্রবাসিকে আহবান করা হয়েছে।
এদিকে, একজন এশিয়ান নাগরিক তার ফেসবুক টাইমলাইনে আমিরাতের ট্রাফিক আইন না মানতে ভিডিও পোস্ট করলে তাকে গেপ্তার করেছে পুলিশ।