
কার্যকরী কমিটির সদস্যরা হলেন, সভাপতি মনসুর আহমদ, সহ সভাপতি মোঃ শাহেদুর রহমান, আব্দুল হাফিজ ফজলু, আব্দুল তাহির, আব্দুল বারী আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস খান, সহ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল, কোষাধ্যক্ষ শেখ নজরুল ইসলাম, সহ কোষাধ্যক্ষ সিরাজুল গোফরান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির লাভলু, সহ সাংগঠনিক সম্পাদক আলী হোসেন লয়লু, প্রচার সম্পাদক সুরমান মিয়া, সহ প্রচার সম্পাদক সৈয়দ জাকির আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এনামুল হক, সহ সাংস্কৃতিক সম্পাদক মুহিবুর রহমান মুর্শেদ, কার্যকরি সদস্য কামরান আহমদ সিকন্দরী, মামুনুল হক সাজু, নুরুস সুফিয়ান চোধুরী, আশরাফুল হক খান রুমান, শাহ ইমরান হোসেন লিমন, বদর উদ্দিন আহমদ এনাম, মাছুম মিয়া, মোঃ বশর, কবির আহমদ সোহেল, আবু হানিফ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল কাদির লাভলু। ট্রাষ্টের আয়-ব্যায়ের হিসাব তুলে ধরেন ট্রেজারার আব্দুল কুদ্দুস খান। অনুষ্ঠানের ১ম অধিবেশনে লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাষ্ট ইউকে’র পক্ষ থেকে ৫জনকে লুয়েট প্রফেশনালিজম এ্যাওয়ার্ড ও ২জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। লুয়েট প্রফেশনালিজমে এ্যাওয়ার্ড লাভ করেন আব্দুল হামিদ (এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং), আতাউর রহমান (চিকিৎসা), জাকারিয়া হোসাইন (সাইনটিষ্ট), মানুসুরুল হক (এনালিষ্ট), মাছুম মিয়া (ম্যানেজার), মেধাবী শিক্ষার্থী তাছকিরা খানম ও হাবিবা খানম লুয়েট মেধাবী সম্মাননা লাভ করেন।
সম্মাননা ও এ্যাওয়াড তুলে দেন এবং বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস্ এর এক্সিকিউটিভ মেয়র জন বিগস, লুয়েট উপদেষ্টা আব্দুল হান্নান, শফিকুল হক, ডেপুটি মেয়র সামী গৌছ চৌধুরী, সাবেক মেয়র ও কাউন্সিলর জুনাব আলী, উপদেষ্টা এম এ সালমান জেপী, আব্দুল বারী, ডেপুটি স্পিকার আহবাব হোসেন, আলাউর রহমান, আব্দুল জলিল, নুর মিয়া খলকু, কাউন্সিলর আব্দুল হাই, ফ্রেন্ডস অব কনজাভেটিব হার্টফিল শায়ার এর চেয়ারম্যান শেখ আব্দুল হক তারেক, বিশিষ্ট সমাজসেবী নাছির আহমদ, উপদেষ্টা সৈয়দ সামছুল হুদা, আশিক মিয়া, প্রবীণ মুরব্বী মুনায়েম খান, মুজাহিদ খান, আব্দুশ শহিদ, উপদেষ্টা বদরুল হক চৌধুরী আব্দুল্লাহ, বিশিষ্ট সমাজসেবী আনা মিয়া, আনহার মিয়া, ট্রাষ্টের প্রতিষ্ঠাতা সভাপতি কামরান আহমদ সিকন্দরী, সাবেক সভাপতি মামুনুল হক সাজু, আব্দুল বাতিন, সাবেক সেক্রেটারী আব্দুল হাফিজ ফজলু, সহ সভাপতি ইমরান হোসেন লিমন, সাহেদুর রহমান, নির্বাচন কমিশনার ইকবাল আহমদ, সামছুল খান বাদশা, পর্তুগাল থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী কামরুল ইসলাম, সাবেক ট্রেজারার মিছবাহুল বারী, উপদেষ্টা আব্দুল আজিজ, সিরাজুল গোফরান চৌধুরী, শেখ নজরুল ইসলাম, আব্দুল বারী আজাদ, বদর উদ্দিন এনাম, মাহমুদুল হাসান রাছেল, সমছু মিয়া, আবু হানিফ, সুরমান মিয়া, মুহিবুর রহমান মুর্শেদ, মিফতাহুল বারী পাপ্পু, সিরাজ মিয়া, হাফিজ আব্দুল বাসিত, আলী হোসেন লয়লু, বখতিয়ার আহমদ, নাজমুল করিম রাহী, ফারহান খান, আব্দুল রহিম দলছু, আতিকুল হক চৌধুরী, বদরুল হক শাহিন, ফারুক আহমদ, কবির আহমদ সুহেল, মিফতা উদ্দিন মিজু, রেজাউল করিম, আব্দুল মুমিন, ফরহাদ হোসেন, রিপন আহমদ. মাহফুজুর রহমান, ডা: সাবের শাহ, ফারুক মিয়া, সুবাশ চন্দ্র দাশ, আমিনুল হক খান, আলী আছকর চৌধুরী, বশর আহমদ, ওমর আলী রিপন, মবরুল ইসলাম, মিজানুর রহমান, আমিরুল গিলমান চৌধুরী, আবুল কাশেম, আজাদ মিয়া, লাল মিয়া, লাভলু, শেখ মুকিত, জাকির, বুলবুল, মামুন, সায়েম, শাহাবুদ্দিন, খালেদ, শাহজাহান প্রমুখ।