সংযুক্ত আরব আমিরাতে মৌলভীবাজার জেলার জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন এর ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আজমানের একটি বাংলাদেশি রেস্তোরায় এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রহমত আলী সুয়েব ।
সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস শহিদ ও সাংগঠনিক সম্পাদক জুবের আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী । প্রধান বক্তা ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পিরষদের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন চৌধুরী।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান পৃষ্টপোষক হাজি আজমল আলী, সিলেট বিভাগ উন্নয়ন পিরষদের ভারপ্রাপ্ত সভাপতি হাজী আবা্দুর রব, কুলাউড়া সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল লতিফ বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি হাবিবুর রহমান বড়লেখা সমিতির সভাপতি হেলাল আহমদ , কুলাউড়া সমিতির উপদেষ্টা আব্দুল হক , সিলেট প্রবাসি সমাজকল্যাণ সংস্থার সভাপতি মীর্জা আবু সুফিয়ান, মৌলভীবাজার প্রবাসি ভিআইপি ক্লাবের সভাপতি হুমায়ূন রশিদ, জালালাবাদ এসোসিয়েশনের আহবায়ক শাহেদ নুর, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের যুগ্ম সম্পাদক হুমায়ূন কবির কুলাউড়া সমিতির তালুকদার আবু সারওয়ার, ইসমত আলী, ব্যবসায়ী আবুল হাসনাত, সাংবাদিক লুৎফুর রহমান।
এ সময় আরো বক্তব্য রাখেন সিলেট প্রবাসি সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জাহেদ আহমদ , কুলাউড়া ওযেলফেযার এসোসিয়েশনের সহ সভাপতি মাওলানা সাদিকুর রহমান, সংগঠনের সহ সভাপতি মসুদ আলী, সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান, সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল জব্বার, ত্রাণ বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, সহ সম্পাদক আছাদুর রহমান, প্রচার সম্পাদক আশরাফ আজিজ ও মহিউদদিন রিপন সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আসা মাওলানা এম এ মহসিন ( মুহিন) ও হাফিজ মাওলানা মাহবুবুর রহমানকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।