­
­
বুধবার, ৯ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিশ্বকে বদলে দিতে বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ  » «   প্রবাসীদের ভোট পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি  » «   নাসার সাথে চুক্তি, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা জোটে যুক্ত হলো বাংলাদেশ  » «   সারা দেশে সরকারি ফার্মেসি চালু করছে সরকার  » «   ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে বাটা-কেএফসি ভাংচুর : ৪ মামলা, গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান  » «   গাজায় গণহত্যা: ছয় জেলায় বাটা-কেএফসিতে হামলা-ভাঙচুর, হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ  » «   গাজার ৫০ শতাংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে, সংকুচিত হয়ে পড়ছেন ফিলিস্তিনিরা  » «   গাজায় ইসরায়েলি আগ্রাসন : প্রতিবাদে সামিল বাংলাদেশ  » «   যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ: বাংলাদেশের জন্য সুযোগও সৃষ্টি হতে পারে  » «   ১০০ ডলারের টি-শার্টের শুল্ক ৪৯ ডলার!  » «   বাংলাদেশসহ ১৩ দেশের ওপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা সৌদির  » «   ট্রাম্পের শুল্ক ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ  » «   ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ  » «   বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «  

বিয়ানীবাজার পৌরসভার ৪৮ কোটি টাকার বাজেট ঘোষণা



বিয়ানীবাজার পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র আব্দুস শুকুর। বৃহস্পতিবার বিকাল ৩টায় পৌরসভা মিলনায়তনে তিনি ২০১৯-২০ অর্থ বছরে ৪৭ কোটি ১২ লাখ ৪৮ হাজার টাকার বাজেট ঘোষণা করেন। যা চলতি অর্থ বছরের (২০১৮-১৯) চেয়ে ১৯ লাখ ২৫ হাজার টাকা বেশি। উন্মুক্ত এ বাজেট অধিবেশনে বিয়ানীবাজারের জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পৌরসভার প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪৬ কোটি ৮১ লাখ ৩৬ হাজার ৬ শত ৭৮ টাকা। বাজেটে রাজস্ব আয় ৪ কোটি ২৯ লাখ ২০ হাজার টাকা এবং রাজস্ব ব্যয় ৪ কোটি ১ লাখ ৭১ হাজার টাকা। ২০১৯-২০ অর্থবছরে উন্নয়ন আয় ধরা হয়েছে ৪২ কোটি ৮৩ লাখ ২৮ হাজার টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪২ কোটি ৭৯ লাখ ৬৫ হাজার টাকা। বাজেটে সার্বিক উদ্ধৃত ধরা হয়েছে ৩১ লাখ ১১ হাজার ৩ শত ২২ টাকা।

পৌর মেয়র আব্দুস শুকুরের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ, বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান, পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি জাকির হোসেন, প্রধান শিক্ষক আব্দুল হাসিব জীবন, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবনী শংকর কর, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হারুনুর রশীদ দিপু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদসহ সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুশিল সমাজ ও বিভিন্ন পেশার প্রতিনিধি, পৌর কাউন্সিলর ও নাগরিকদবৃন্দ উপস্থিত ছিলেন।

বাজেট অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র-২ নাজিম উদ্দিন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন প্যানেল মেয়র-১ ছায়ফুল ইসলাম ঝুনু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিয়ানীবাজার প্রেস ক্লাব সম্পাদক মিলাদ জয়নুল, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেসদ ফয়সাল, রিপোর্টার্স ইউনিটি বিয়ানীবাজারের সাধারণ সম্পাদক শাহীন আলম হৃদয় প্রমুখ।

উল্লেখ্য, ২০১৮-১৯ অর্থবছরে বিয়ানীবাজার পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছিল ৪৬ কোটি ৫০ লাখ টাকা এবং ২০১৭-১৮ অর্থবছরে ৪৬ কোটি ৯৩ লাখ টাকা। আগামী অর্থবছরের বাজেটের চেয়ে ১৯ লাখ ২৫ হাজার টাকা কম ছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন