শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
সাংবাদিক ক্যারলকে গ্লোবাল জালালাবাদ ফ্রান্সের বিশেষ সম্মাননা প্রদান  » «   গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের আন্তর্জাতিক জালালাবাদ উৎসব প্যারিস অনুষ্ঠিত  » «    সাকিব : নক্ষত্রের কক্ষচ্যুতি  » «   লন্ডনে ইউরোপের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী চাটগাঁয়ে মেজবান ৬ অক্টোবর রবিবার  » «   ১১তম মুসলিম চ্যারিটি রান ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে  » «   ৭৫ শেফ এর অংশগ্রহণে বিসিএর শেফ অব দ্যা ইয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত  » «   ৩০ বছরেও ধরা পড়েনি কোনো আসামী, বিচারের দাবীতে মেয়ের সংবাদ সম্মেলন  » «   ইস্টহ্যান্ডসের ফ্রি স্মার্ট ফোন পেলেন ৪০ জন  » «   সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য পদক ২০২৪’পেলেন কবি, সাহিত্যিক ও সংগঠক ফারুক আহমেদ রনি  » «   টাওয়ার হ্যামলেটসে হোমলেসনেস-এর প্রস্তাবিত নতুন পলিসি সাসপেন্ড করেছেন নির্বাহী মেয়র লুৎফুর  » «   লন্ডনে বিসিএ এ্যাওয়ার্ডস ২৮ অক্টোবর থাকছে নানা চমকপ্রদ আয়োজন  » «   বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৩২নং বাসভবন ভস্মীভূত এবং ভাস্কর্য ভাংচুরের নিন্দা ও প্রতিবাদ  » «    অদ্ভুত দেশপ্রেম ও খাঁটি ব্যক্তিগত স্বার্থ  » «   বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবারে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান  » «   দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয়  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

মিসরের কায়রোতে এনআরবি’র সেমিনার অনুষ্টিত



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ওয়ানবাংলানিউজ: গত ২৪ জুন সোমবার মিসরের কায়রো শহরে মাতৃ ভূমির প্রতি দায়িত্ব পালনের আহ্বানের মধ্যে দিয়ে অনুষ্টিত হয়ে গেলো সেন্টার ফর এনআরবি’র মিসর কনফারেন্স। সেন্টার ফর এনআরবি’র চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থ বিষয়ক উপদেষ্টা ডক্টর মসিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মোহাম্মদ আলী সরকার।

মিশন প্রধান আব্দুর রউফ মন্ডলের পরিচালনায় উক্ত অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পেশাজীবী মেহেদুল জাহান রুহানি, ব্যবসায়ী নজরুল ইসলাম, কায়রো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সালমান মোহাম্মদ, আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো: রেজাউল ইসলাম তানভীর, চিকিৎসক ড: তওহীদ, সাংবাদিক উজ্জ্বল হোসেন খান,দা: জান্নাতুল নাইমা, ব্যবসায়ী জহিরুলইসলাম, আলেকজান্দ্রিয়া থেকে আগত মোহাম্মদ সারোয়ার, রবিউল ইসলাম মোহাম্মদ ইব্রাহিম ও সাদ্দাম খান প্রমুখ।

সেমিনারের শুরুতে কালামে পাক থাকে তেলাওয়াত করেন আল আজহার বিশবিদ্যালয়ের ছাত্র শাহাদাত হোসেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন আব্দুর রউফ ও বৃটেনের রানী এলিজাবেথের বাণী উপস্থাপন করেন মিজ নাহলে।

বাংলাদেশ দূতাবাস কায়রো এর সহযোগিতায় আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ড: মসিউর রহমান পাসপোর্ট নবায়ন ফি কমানো, ছাত্র বৃত্তি বৃদ্ধি করা ও পণ্য আমদানিতে টেক্স সুবিধা বিবেচনার আশ্বাস দেন। তিনি মিসর প্রবাসী ছাত্র, ব্যবসায়ী ও শ্রমিকদের স্ব স্ব ক্ষেত্রে অবদান রেখে মাতৃ ভূমির ভাবমূর্তি উজ্জ্বল করার আহবান জানান। রাষ্ট্রদূত মোহাম্মদ আলী সরকার কনসুলার সেবা বৃদ্ধি ও দেশের প্রতি দায়িত্ব পালনে সকলকে সাথে নিয়ে কাজ করার আশ্বাস প্রদান করেন।

সভাপতির বক্তব্যে সেকিল চৌধুরী কায়রোর সাথে সর্বাধিক সম্পর্ক উন্নয়ন, দেশের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসা প্রকাশে সর্ব স্তরের প্রবাসীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। বাংলাদেশ দূতাবাসের কনফারেন্স হলে আয়োজিত কায়রো সম্মেলনে মিসরের বিভিন্ন শর থেকে প্রবাসী বাংলাদেশিরা যোগদান করেন।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন