­
­
বুধবার, ৯ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
নাসার সাথে চুক্তি, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা জোটে যুক্ত হলো বাংলাদেশ  » «   সারা দেশে সরকারি ফার্মেসি চালু করছে সরকার  » «   ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে বাটা-কেএফসি ভাংচুর : ৪ মামলা, গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান  » «   গাজায় গণহত্যা: ছয় জেলায় বাটা-কেএফসিতে হামলা-ভাঙচুর, হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ  » «   গাজার ৫০ শতাংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে, সংকুচিত হয়ে পড়ছেন ফিলিস্তিনিরা  » «   গাজায় ইসরায়েলি আগ্রাসন : প্রতিবাদে সামিল বাংলাদেশ  » «   যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ: বাংলাদেশের জন্য সুযোগও সৃষ্টি হতে পারে  » «   ১০০ ডলারের টি-শার্টের শুল্ক ৪৯ ডলার!  » «   বাংলাদেশসহ ১৩ দেশের ওপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা সৌদির  » «   ট্রাম্পের শুল্ক ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ  » «   ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ  » «   বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «  

বাংলাদেশি সমর্থিত বামপন্থি ইআরসি দলের প্রার্থী আরনেস্ট মারাগাইয়ের জয়



স্পেনের সিটি কর্পোরেশন নির্বাচনে বার্সেলোনা থেকে বাংলাদেশিদের সমর্থক আর্নেস্ট মারাগাই বিজয়ী হয়েছেন। ২৬ মে দেশটিতে অনুষ্ঠিত মেয়র নির্বাচনে তিনি নির্বাচিত হওয়ায় বাংলাদেশি সমর্থকরা মাঝরাতেই দলবেঁধে বেরিয়ে পড়েন মারাগাইকে শুভেচ্ছা জানাতে।

কাতালোনিয়ার বামপন্থী দল এসকেররা রেপুবলিকানা ইআরসির মনোনীত প্রার্থী আর্নেস্ট মারাগাইয়ে পক্ষে একমাস ধরে বাংলাদেশি সমর্থকরা প্রচারণা চালিয়েছে।ইতিহাসে এই প্রথম বাংলাদেশিরা নিজেদের পছন্দের দলের হয়ে পুলিং এজেন্ট হিসেবে কাজ করেছে। এতে বাংলাদেশিদের মধ্যে চারজন দলের পুলিং এজেন্ট হিসেবে কাজ করেন।

 

সিটি কর্পোরেশনের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী দল বার্সেলোনা এন কমুর বর্তমান মেয়র আদা কোলাওকে ৪৬১৮ ভোটে পরাজিত করে আর্নেস্ট মারাগাই নগরপিতা নির্বাচিত হন।

বার্সেলোনায় মোট ৪১ জন কাউন্সিলরের মধ্যে কোয়ালিশন দল ইআরসি ও বিসিএন নোভা ১০ জন এবং প্রতিদ্বন্দ্বী অন্য কোয়ালিশন বার্সেলোনা এন কমু ও ইসিজি সমান সংখ্যক ১০ জন কাউন্সিলর নির্বাচিত হয়।

কিন্তু ভোটের ব্যবধানে ০.৬৪ শতাংশ ভোটের ব্যবধানে ৪৬১৮ ভোটে আর্নেস্ট মেয়র নির্বাচিত হন। এর মধ্যে আর্নেস্ট মারাগাইয়ের দল পেয়েছেন ২১ দশমিক ৩৬ শতাংশ ভোট আর প্রতিদ্বন্দ্বী আদা কোলাওর দল পেয়েছে ২০ দশমিক ৭২ শতাংশ ভোট।

ইআরসি দলের পক্ষে বাংলাদেশ বিষয়ক সমন্বয়কারী হিসেবে কাজ করেন সালেহ আহমেদ। তিনি বলেন, ‘এ দেশের রাজনীতিতে বাংলাদেশিদের এই সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ বিষয়। বার্সেলোনার জন্য মেয়র নির্বাচিত করতে গিয়ে আমাদের পরিশ্রম স্বার্থক হয়েছে। এই জয়ে আমরা খুশি।

দলের হয়ে ভালোভাবে কাজ করার প্রত্যয় নিয়ে এবং বাংলাদেশিদের আরও সম্পৃক্ততা বাড়িয়ে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশিদের থেকে কাউন্সিলর পদে মনোনয়ন দেয়ার চেষ্টা করবেন তারা। এজন্য তিনি বাংলাদেশিদের এখানকার রাজনীতিতে আরও ভালোভাবে সম্পৃক্ত হবার আহ্বানও জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন