সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের বালিঙ্গা বাজারে এনআরবি ব্যাংক এর আউটলেট এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন হয়েছে। রোববার দুপুরে এজেন্ট ব্যাংকিং ‘বন্ধু’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনআরবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির সিআইপি। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মো. সরওয়ার হোসেন, এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মেহমুদ হোসেন।
এনআরবি এজেন্ট ব্যাংকিং ‘বন্ধু’র পরিচালক তুহেল আহমদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পপতি আব্দুস সামাদ, সিলেট জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফয়ছল আহমদ মুন্না প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাহতাবুর রহমান নাসির সিআইপি বলেছেন-‘ মালিক নয়, জনগণই হচ্ছেন ব্যাংকের মূল চালিকাশক্তি। আমরা সরকারের কাছে টাকা গচ্ছিত রেখে কেবল ব্যাংকের অনুমোদন নিয়েছি। মানুষ ব্যাংকের সাথে সম্পর্ক স্থাপন না করলে তা টিকিয়ে রাখা সম্ভব নয়।’
এজন্য দেশ-বিদেশের সর্বত্র এনআরবি ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স প্রদান কিংবা লেনদেন করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
কণ্ঠ: মনাক্কা নাছিম