ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত তারেক রহমানের দেশে ফেরা আবার অনিশ্চিত, কীভাবে ভোটার হবেন? খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না কুকুরছানা হত্যা মামলায় মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু খালেদা জিয়াকে লন্ডন নিতে ঢাকায় আসছেন জুবাইদা যুক্তরাজ্যের ৯ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ বাংলাদেশি শিক্ষার্থী! কাতারের রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে যেসব অত্যাধুনিক সুবিধা রয়েছে কাকরদিয়া–তেরাদল–আলিপুর এডুকেশন ট্রাস্ট ইউকের আত্নপ্রকাশ

আমার জীবন বড় ধরনের ঝুঁকির মধ্যে: ফজলুর রহমান
‘স্বাধীনতাবিরোধী চক্র’ থেকে প্রাণনাশের হুমকি

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৫:৩৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / 132

সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা উপদেষ্টা ফজলুর রহমান

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান অভিযোগ করেছেন, দেশ-বিদেশ থেকে একটি ‘স্বাধীনতাবিরোধী চক্র’ তাকে হত্যার হুমকি দিচ্ছে।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্ট এনেক্স ভবনে ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন।

ফজলুর রহমান বলেন, “আমাকে মবসৃষ্টিকারীরা হত্যার হুমকি দিচ্ছে। আমার সেগুনবাগিচার ভাড়া বাসার সামনে ওরা অবস্থান নিয়েছে। আজ আপনাদের মাধ্যমে আমি সারা জাতিকে জানাতে চাই, বাংলাদেশের মানুষ জেনে রাখুন— আমার জীবন বড় ধরনের ঝুঁকির মধ্যে আছে।”

জুলাইয়ের গণঅভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করার কারণে সোমবার তার বাসার সামনে কিছু মানুষ অবস্থান নেয়। আগের দিন কিশোরগঞ্জে তার নিজ এলাকায় বিক্ষোভ হয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার কুশপুত্তলিকা দাহ করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) নেতাকর্মীরা।

এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলনে ফজলুর রহমান বলেন, “আমার এলাকা ইটনা, মিঠামইন, অষ্টগ্রামের মানুষ গতকাল থেকেই নিস্তব্ধ হয়ে গেছে। আমার নির্বাচনী এলাকা (কিশোরগঞ্জ-৪) শোকাহত। আমি দেশের একজন নাগরিক; সংবিধানের মৌলিক অধিকার অনুযায়ী এ দেশে আমারও বেঁচে থাকার অধিকার রয়েছে।”

মব সৃষ্টি কারা করছে— জানতে চাইলে সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী বলেন, “আমি তাদের চিনি না। শিশু-কিশোরদের মতো মনে হয়েছে। তারা সকাল ৭টা থেকে অবস্থান করছে। শুনেছি, তারা একটি ছাত্র সংগঠনের সদস্য। তবে আমাদের দলের সংগঠন নয়। আপনারা একটু খোঁজ নিলে জানতে পারবেন এরা কারা। সাত-আটজন ছিল। তারা স্লোগান দিয়েছে— ‘ফজলু পাগলাকে গ্রেপ্তার করো, বাঁচতে দিও না, হত্যা করো।’”

তিনি আরও বলেন, “আমাকে ‘ফজলু পাগলা’ নামে ডাকতে শুরু করেছে মুক্তিযুদ্ধবিরোধী জামায়াতে ইসলাম। প্রথমে এ নামটি ছড়ান মুফতি আমির হামজা।”

দল থেকে সহযোগিতা পাচ্ছেন কি না জানতে চাইলে ফজলুর রহমান বলেন, “দল অবশ্যই সহযোগিতা করবে। আমি ও আমার পরিবার যে হত্যার হুমকির মধ্যে আছি, সেটি দলকে জানাব এবং আজ জাতিকেও জানালাম।”

তিনি বলেন, “মৃত্যুকে আমি কোনো দিন ভয় করি না। তবে অপমৃত্যুই সবচেয়ে লজ্জাজনক। আমার ধারণা, দেশ-বিদেশের স্বাধীনতাবিরোধী শক্তিই এসব করছে। ইউটিউবাররা, যারা তাদের হয়ে প্রচার চালাচ্ছে, তারাই বারবার বলছে— ‘মব জাস্টিস করো, ফজলুর রহমানের ওপর প্রয়োগ করো।’ এমনকি ফ্রান্স থেকে দুজন ইউটিউবার প্রকাশ্যে হত্যার আহ্বান জানিয়েছে। আরেকজন জামায়াতপন্থি ইউটিউবার বলেছে— ‘ফজলু পাগলাকে জবাই করে হত্যা করতে হবে।’”

মবসৃষ্টিকারীদের বিরুদ্ধে মামলা করবেন কি না— জানতে চাইলে তিনি বলেন, “না, আমি কোনো মামলা করব না। জিডি-টিডিও করব না।”

সম্প্রতি একটি বেসরকারি টিভি টকশোতে ফজলুর রহমান বলেন, “৫ আগস্টের ঘটনার নেপথ্যে কালো শক্তি কাজ করেছে। সেই শক্তি হলো জামায়াতে ইসলাম, তাদের অগ্রগামী বাহিনী ইসলামী ছাত্রশিবির। সারজিস আলমসহ যারা এই অভ্যুত্থানকে নাটকীয়ভাবে উপস্থাপন করছে, তারা আসল নেতা নয়— কেবল অভিনেতা। আমরা ভেবেছিলাম, আলবদর-আল শামস ও জামায়াত পূর্বপুরুষদের ৫৪ বছরের পরাজয়ের গ্লানি ভুলে গেছে, কিন্তু না— তারা দ্বিগুণ আকারে সেই গ্লানি বহন করছে।”

এ বক্তব্য ঘিরে সমালোচনা শুরু হলে বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিস দেয়।

সে বিষয়ে এক সাংবাদিক প্রশ্ন করলে তিনি বলেন, “এটা খুবই স্বাভাবিক। রাজনৈতিক দলে কোনো কর্মীর ত্রুটি থাকলে শোকজ করা হয়, আমাকেও করা হয়েছে।”

আরেক সাংবাদিক বলেন, “আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, আপনি ৫ আগস্টের অভ্যুত্থান মেনে নিতে পারছেন না। এ ব্যাপারে কী বলবেন?”

জবাবে তিনি বলেন, “তারা চাইলে আমার বিরুদ্ধে মামলা করুক, মিছিল করুক, এমনকি জুতাপেটাও করুক। কিন্তু আমার বাসার সামনে এসে মব তৈরি করে আমাকে হত্যার হুমকি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

সেগুনবাগিচায় তার বাসার সামনে নিরাপত্তা জোরদার করায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে ফজলুর রহমান বলেন, “আমার স্ত্রী পুলিশকে জানানোর সঙ্গে সঙ্গেই তারা এসেছে, দায়িত্ব পালন করেছে। শুনেছি, আর্মিও এসেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।”

সংবাদ সম্মেলনে তার স্ত্রী উম্মে কুলসুম রেখা এবং আইনজীবী অভিক রহমান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আমার জীবন বড় ধরনের ঝুঁকির মধ্যে: ফজলুর রহমান
‘স্বাধীনতাবিরোধী চক্র’ থেকে প্রাণনাশের হুমকি

আপডেট সময় : ০৫:৩৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান অভিযোগ করেছেন, দেশ-বিদেশ থেকে একটি ‘স্বাধীনতাবিরোধী চক্র’ তাকে হত্যার হুমকি দিচ্ছে।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্ট এনেক্স ভবনে ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন।

ফজলুর রহমান বলেন, “আমাকে মবসৃষ্টিকারীরা হত্যার হুমকি দিচ্ছে। আমার সেগুনবাগিচার ভাড়া বাসার সামনে ওরা অবস্থান নিয়েছে। আজ আপনাদের মাধ্যমে আমি সারা জাতিকে জানাতে চাই, বাংলাদেশের মানুষ জেনে রাখুন— আমার জীবন বড় ধরনের ঝুঁকির মধ্যে আছে।”

জুলাইয়ের গণঅভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করার কারণে সোমবার তার বাসার সামনে কিছু মানুষ অবস্থান নেয়। আগের দিন কিশোরগঞ্জে তার নিজ এলাকায় বিক্ষোভ হয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার কুশপুত্তলিকা দাহ করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) নেতাকর্মীরা।

এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলনে ফজলুর রহমান বলেন, “আমার এলাকা ইটনা, মিঠামইন, অষ্টগ্রামের মানুষ গতকাল থেকেই নিস্তব্ধ হয়ে গেছে। আমার নির্বাচনী এলাকা (কিশোরগঞ্জ-৪) শোকাহত। আমি দেশের একজন নাগরিক; সংবিধানের মৌলিক অধিকার অনুযায়ী এ দেশে আমারও বেঁচে থাকার অধিকার রয়েছে।”

মব সৃষ্টি কারা করছে— জানতে চাইলে সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী বলেন, “আমি তাদের চিনি না। শিশু-কিশোরদের মতো মনে হয়েছে। তারা সকাল ৭টা থেকে অবস্থান করছে। শুনেছি, তারা একটি ছাত্র সংগঠনের সদস্য। তবে আমাদের দলের সংগঠন নয়। আপনারা একটু খোঁজ নিলে জানতে পারবেন এরা কারা। সাত-আটজন ছিল। তারা স্লোগান দিয়েছে— ‘ফজলু পাগলাকে গ্রেপ্তার করো, বাঁচতে দিও না, হত্যা করো।’”

তিনি আরও বলেন, “আমাকে ‘ফজলু পাগলা’ নামে ডাকতে শুরু করেছে মুক্তিযুদ্ধবিরোধী জামায়াতে ইসলাম। প্রথমে এ নামটি ছড়ান মুফতি আমির হামজা।”

দল থেকে সহযোগিতা পাচ্ছেন কি না জানতে চাইলে ফজলুর রহমান বলেন, “দল অবশ্যই সহযোগিতা করবে। আমি ও আমার পরিবার যে হত্যার হুমকির মধ্যে আছি, সেটি দলকে জানাব এবং আজ জাতিকেও জানালাম।”

তিনি বলেন, “মৃত্যুকে আমি কোনো দিন ভয় করি না। তবে অপমৃত্যুই সবচেয়ে লজ্জাজনক। আমার ধারণা, দেশ-বিদেশের স্বাধীনতাবিরোধী শক্তিই এসব করছে। ইউটিউবাররা, যারা তাদের হয়ে প্রচার চালাচ্ছে, তারাই বারবার বলছে— ‘মব জাস্টিস করো, ফজলুর রহমানের ওপর প্রয়োগ করো।’ এমনকি ফ্রান্স থেকে দুজন ইউটিউবার প্রকাশ্যে হত্যার আহ্বান জানিয়েছে। আরেকজন জামায়াতপন্থি ইউটিউবার বলেছে— ‘ফজলু পাগলাকে জবাই করে হত্যা করতে হবে।’”

মবসৃষ্টিকারীদের বিরুদ্ধে মামলা করবেন কি না— জানতে চাইলে তিনি বলেন, “না, আমি কোনো মামলা করব না। জিডি-টিডিও করব না।”

সম্প্রতি একটি বেসরকারি টিভি টকশোতে ফজলুর রহমান বলেন, “৫ আগস্টের ঘটনার নেপথ্যে কালো শক্তি কাজ করেছে। সেই শক্তি হলো জামায়াতে ইসলাম, তাদের অগ্রগামী বাহিনী ইসলামী ছাত্রশিবির। সারজিস আলমসহ যারা এই অভ্যুত্থানকে নাটকীয়ভাবে উপস্থাপন করছে, তারা আসল নেতা নয়— কেবল অভিনেতা। আমরা ভেবেছিলাম, আলবদর-আল শামস ও জামায়াত পূর্বপুরুষদের ৫৪ বছরের পরাজয়ের গ্লানি ভুলে গেছে, কিন্তু না— তারা দ্বিগুণ আকারে সেই গ্লানি বহন করছে।”

এ বক্তব্য ঘিরে সমালোচনা শুরু হলে বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিস দেয়।

সে বিষয়ে এক সাংবাদিক প্রশ্ন করলে তিনি বলেন, “এটা খুবই স্বাভাবিক। রাজনৈতিক দলে কোনো কর্মীর ত্রুটি থাকলে শোকজ করা হয়, আমাকেও করা হয়েছে।”

আরেক সাংবাদিক বলেন, “আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, আপনি ৫ আগস্টের অভ্যুত্থান মেনে নিতে পারছেন না। এ ব্যাপারে কী বলবেন?”

জবাবে তিনি বলেন, “তারা চাইলে আমার বিরুদ্ধে মামলা করুক, মিছিল করুক, এমনকি জুতাপেটাও করুক। কিন্তু আমার বাসার সামনে এসে মব তৈরি করে আমাকে হত্যার হুমকি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

সেগুনবাগিচায় তার বাসার সামনে নিরাপত্তা জোরদার করায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে ফজলুর রহমান বলেন, “আমার স্ত্রী পুলিশকে জানানোর সঙ্গে সঙ্গেই তারা এসেছে, দায়িত্ব পালন করেছে। শুনেছি, আর্মিও এসেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।”

সংবাদ সম্মেলনে তার স্ত্রী উম্মে কুলসুম রেখা এবং আইনজীবী অভিক রহমান উপস্থিত ছিলেন।