­
­
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «   পাকিস্তানের আছে ১৫০টি পরমাণু বোমা, ভারতের কত?  » «   কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের লড়াইয়ের কারণ কী?  » «   আট মাসে দেশে ২৬টি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম, উদ্দেশ্য কী?  » «   ঢাকায় হামজার অভিষেকে ছাড়া হবে ১৮ হাজার টিকিট  » «  

ক্যাপিটাল কিডস্ ক্রিকেট ও সেন্ট্রাল লন্ডন ইয়থ্ ডেভেলেপম্যান্ট এর বর্ণবাদ বিরোধী অনুষ্ঠান



ক্রিকেট সহ ক্রীড়াঙ্গে বর্ণবাদ ইস্যু মাথাচাড়া দিয়ে উঠেছে সারা বিশ্বে। বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য ক্যাপিটাল কিডস্ ক্রিকেট ও সেন্ট্রাল লন্ডন ইয়ুথ ডেভেলেপম্যান্ট এই দুই সংগঠন  মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে।   নর্থ ওয়েস্ট লন্ডনের চার্চ স্ট্রিটের একটি হল রুমে বর্ণবাদের বিরুদ্ধে মানুষের মাঝে জনসচেতনা বাড়ানোর লক্ষ্যে -আইসিসি মেন্স ক্রিকেট ফাইনালের ট্রফি এর প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বর্ণবাদ নিয়ে সব সময়ই এসব ঘটনার প্রতিবাদ করে আসছেন ক্রিকেটাররা। তবে শুধু প্রতিবাদ বা আন্দোলন নয়, এই বিষয়কে আর বেশি গুরুত্ব দিতে দর্শকরাও ভুমিকা রাখতে হবে বলে উপস্থিত বক্তারা মতামত ব্যক্ত করেন।

নর্থ ওয়েস্টমিনিস্টার চার্চ স্ট্রিট ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আজিজ ত্বকি, ক্যাপিটাল কিডস্ ক্রিকেটের সিইও রতন এবং সাংবাদিক আজিজুল হক কায়েস এর সার্বিক ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে কমিউনিটির সর্বস্তরের জনসাধারণ ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্রফি প্রদর্শনী ও ফটোসেশন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েস্টমিনিস্টার মাইডাভেইল ওয়ার্ডের কাউন্সিলর রিতা বেগম, হাজী মুহাম্মদ শামসুদ্দিন, শাহ কয়ছর আহমেদ মতিন, ফরহাদ খান, সানোয়ার আলী, মুহাম্মদ রেজাউল নুর, আব্দুল মাজিদ খান, মুকতাদির ইকবাল, রদি রহমান সহ কমিউনিটির সহ অনেকে।

#BowlOutRacism  ক্যাম্পেইন এর সাথে সকলে একাত্মতা প্রকাশ করে এর সুফল বয়ে আনতে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল  (আইসিসি) বর্ণবাদের বিষয়ে সব সময়ই জিরো টলারেন্স। আইসিসির আইনে আছে যদি কেউ প্রথমবার মাঠে বর্ণবাদী আচরণে দোষী হন তাহলে তার চার থেকে আট ডিমেরিট পয়েন্ট যোগ হয় নামের পাশে। দ্বিতীয়বার আইন ভাঙলে কমপক্ষে একটা টেস্ট বা দুটি ওয়ানডে বা সমানসংখ্যক টি- টোয়েন্টি নিষিদ্ধ হতে পারেন। আর তিনবার এমন ঘটনা ঘটালে আজীবনের জন্য নিষিদ্ধ হতে পারেন সেই খেলোয়াড়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন