­
­
শুক্রবার, ১৬ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
নির্বাচন নিয়ে বিএনপির উদ্বেগ কেন?  » «   আওয়ামী লীগ নিয়ে খবর প্রকাশ বা সোশাল মিডিয়ায় লেখাও কি নিষেধ?  » «   জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়নি: চিফ প্রসিকিউটর  » «   ভুয়া ‘জুলাই যোদ্ধা’র হাতে সরকারি অনুদানের চেক  » «   কে জিতল—ভারত, না পাকিস্তান?  » «   আওয়ামী লীগের ‘কার্যক্রমে নিষেধাজ্ঞা’র মানে কী?  » «   বাংলাদেশে মার্কিন পণ্যের আমদানি বাড়বে, কমবে শুল্ক  » «   আওয়ামী লীগ নিষেধাজ্ঞার ফল কী? জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন  » «   পা দিয়ে লিখেই বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকায় মানিক  » «   এখন লড়াই ধর্মীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে: ফরহাদ মজহার  » «   ইতালিতে ‘জিহাদি উসকানি’র অভিযোগে দুই বাংলাদেশি যুবক আটক  » «   ভারত-পাকিস্তান সংঘাত থামলো কীভাবে, টিকবে কতদিন  » «   আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত, ৭১-এর পর দ্বিতীয়বার নিষিদ্ধ হলো  » «   ট্রাম্পের ঘোষণার পর যুদ্ধবিরতি নিশ্চিত করল ভারত ও পাকিস্তান  » «   সিলেট সীমান্তে ভারতের রাত্রিকালীন কারফিউ  » «  

সিলেটের বিয়ানীবাজারে করোনায় কিশোরীর মৃত্যু, শনাক্ত আরও ১০৫



সিলেটে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। বুধবার (২৬ আগস্ট) নতুন করে আরও ১০৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২৬ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৭৯ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৪৫০ জন।

এদিকে বুধবার দুপুরে সিলেট নগরের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত এক কিশোরীর মৃত্যু হয়েছে। ওই কিশোরীর নাম বুশরা বেগম। সে চারখাই পইলগ্রামের মুহিবুর রহমান ময়ুর মেয়ে।

শামসুদ্দিন হাসপাতালের আরএমও ডা. জন্মেয় জয় বলেন, বুশরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। বুধবার সকালে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে পাঠানো হলে দুপুর ১২টায় মারা যায়।

এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, বুধবার ওসমানীর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের দেহে করোনাভাইনাস শনাক্ত হয়। শনাক্তদের সবাই সিলেট জেলার বাসিন্দা।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, শাবিপ্রবির ল্যাবে বুধবার ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৭৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেটের ২১ জন, সুনামগঞ্জের ১৭ জন, হবিগঞ্জের ২৪ জন ও মৌলভীবাজার জেলার ১৭ জন রয়েছেন।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী সিলেট জেলায়। এ জেলায় এখন পর্যন্ত পাঁচ হাজার ৫২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর সুনামগঞ্জে এক হাজার ৯৮৭ জন, হবিগঞ্জে এক হাজার ৫০২ জন এবং মৌলভীবাজারে এক হাজার ৪৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বুধবার দুপুর পর্যন্ত সিলেট বিভাগে সাত হাজার ১১৮ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে তিন হাজার ৭০২ জন, সুনামগঞ্জে এক হাজার ৫৩৮ জন, হবিগঞ্জে ৯৫৫ জন ও মৌলভীবাজারে ৯২৩ জন রয়েছেন।

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে বুধবার বিকেল পর্যন্ত মারা গেছেন মোট ১৮৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৩২ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজারে ২০ জন।

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন এক হাজার ২৭৬ জন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে বিভাগের চার জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৩২ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন