এ উপলক্ষে কুতুবআলী একাডেমির সহকারী শিক্ষক শাহরিয়ার শাকিলের কুরআন তেলাওয়াতের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র বাংলাদেশ প্রতিনিধি ও বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রধান হিসাব রক্ষক রেজাউল ইসলাম মিন্টু।
সাংবাদিক তাহমীদ ইশাদ রিপনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মো. আবদুস সবুর।
বিশেষ অতিথি ছিলেন নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোশারফ হোসেন সবুজ, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. জসিম উদ্দিন, প্রভাষক খুরশেদ আলম, সমাজসেবক মো. নজরুল ইসলাম বাবুল, মো. আবুল কালাম প্রমুখ। পরে মোনাজাতের মাধ্যমে গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা মো. আবদুস সবুরসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এসময় বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসাইন আহমদ, সাধারণ সম্পাদক কায়ছারুল ইসলাম সুমন, কোষাধ্যক্ষ আবুল কালাম রুকন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অতিথিবৃন্দরা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বড়লেখা উপজেলার সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণে সংগঠনটি কাজ করে যাচ্ছে।
করোনাকালীন সময়ে সংগঠনটি মানবিকতার বিশেষ অবদান রেখেছে। এছাড়াও উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে হতদরিদ্র মানুষের কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ব্যবসা, রিক্সা-ভ্যান, সেলাই মেশিন, দুগ্ধজাত গাভী ও ছাগল বিতরণ এবং সুপেয় পানি পান করার জন্য টিউবওয়েল স্থাপন, হত-দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ার ব্যয়ভার বহন, মসজিদ-মাদ্রাসা, এতিমখানা, ঈদগাঁ, গৃহ নির্মাণ, অসুস্থ ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ, কন্যাদায়গ্রস্ত পরিবারে আর্থিক সহায়তায়, রমজন ও ঈদে খাদ্য সামগ্রীসহ গরুর গোশত বিতরণ, প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় সহযোগিতা, ফ্রি-চিকিৎসা সেবাসহ ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসাইন আহমদ ও সাধারণ সম্পাদক কায়ছারুল ইসলাম সুমনের নেতৃত্বে প্রতিনিয়ত মানবতার হাত প্রসারিত করে যাচ্ছে বড়লেখা ফাউন্ডেশন ইউকে।