­
­
বুধবার, ২ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «   চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রবিবার  » «   এনসিপি: অম্ল-মধুর একমাস পার, ভোটের পথে প্রস্তুতি কতদূর?  » «   চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে, ফায়ার সার্ভিসের সতর্কতা  » «   মিয়ানমারে ভূমিকম্প: মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে  » «   এশিয়ার দেশগুলোর ‘যৌথ সমৃদ্ধির পথরেখা’ চাইলেন ইউনূস  » «   বাংলাদেশের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির আলোচনায় যুক্তরাষ্ট্র  » «  

বোনের বিয়েতে গিয়ে সড়কে গেল ইতালি প্রবাসী ২ ভাইয়ের প্রাণ



চাঁদপুর সদর উপজেলায় কভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন। তারা চাচাতো বোনের বিয়ে উপলক্ষে ইতালি থেকে দেশে এসেছিলেন। সোমবার (৩ মার্চ ২০২৫) রাত ১০টার দিকে উপজেলার পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের এ ঘটনা ঘটে বলে জানান চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া।
নিহতরা হলেন- পুরান বাজারের বাসিন্দা আব্দুস সালামের ছেলে মো. অভি (১৭) এবং একই এলাকার মো. সেলিমের ছেলে মো. নিলয় (২০)। তারা সম্পর্কে চাচাতো ভাই। তারা পরিবারের সঙ্গে ইতালি থাকতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে নিলয় ও অভি মোটরসাইকেলে করে পুরান বাজার থেকে নতুন বাজারের দিকে রওয়ানা হন। পথে প্রাণ কোম্পানির একটি কভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠায়। চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. বিল্লাল হোসেন জানান, হাসপাতালে আনার পর অভির মৃত্যু হয়েছে। আর প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নেওয়ার পথে নিলয় মারা গেছেন।
খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই মোখলেছুর রহমান দুজনের মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠায়। ওসি বাহার মিয়া বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও কভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। কভার্ড ভ্যানের চালক পালিয়ে গেলেও তার সহকারী ইসমাইল হোসেনকে থানা হেফাজতে আছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন