‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ প্রতিশ্রুতি নিয়ে জুলাই অভ্যুত্থানের সামনের কাতারের তরুণ নেতাদের নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আংশিক আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৫) বিকাল সোয়া ৪টার দিকে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠান মঞ্চ থেকে এই কমিটি ঘোষণা করা হয়। শুরুতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নাম ঘোষণা করেন জুলাই অভ্যুত্থানে নিহত ইসমাইল হোসেন রাব্বীর বোন মীম আক্তার।
এরপর দলের আংশিক অর্গ্যানোগ্রাম ও আংশিক আহ্বায়ক কমিটির পুরোটা ঘোষণা করেন সদস্য সচিব আখতার হোসেন।কমিটিতে মোট ১৫১টি পদ রয়েছে।
তিনি বলেন, “বাংলাদেশের মানুষ আজ এক নতুনের সুযোগ পেয়েছে। এই নতুনের দায়িত্ব যারা বহন করতে ইচ্ছুক, যারা বাংলাদেশেক নতুন কিছু উপহার দিতে চায়, একাত্তরের মুক্তিযুদ্ধে যে স্বপ্ন আমরা দেখেছিলাম- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ, সেই স্বপ্নকে যারা বাস্তবায়ন করতে চায়, এই বাংলাদেশে একটি স্বনির্ভর পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করতে চায়, এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায়, জনস্বার্থের পলিসি নির্মাণ করতে চায়, এমন উদ্যমী নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আংশিক অর্গানোগ্রাম।”
দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্যসচিব পদে আখতার হোসেনকে রেখে দলের কমিটির শীর্ষ পদে আছেন ১১ জন।
শীর্ষ ১০ পদে যারা
আহ্বায়ক: নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক: সামান্তা শারমিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক: আরিফুল ইসলাম আদীব, সদস্য সচিব: আখতার হোসেন; সিনিয়র যুগ্ম সদস্য সচিব: তাসনিম জারা ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব: নাহিদা সারোয়ার নিভা; মুখ্য সংগঠক: হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল) ও মুখ্য সংগঠক: সারজিস আলম (উত্তরাঞ্চল); মুখ্য সমন্বয়ক: নাসীরুদ্দীন পাটোয়ারী ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক: আব্দুল হান্নান মাসউদ।
এছাড়া, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, মাহবুব আলম, সারোয়ার তুষার, মুজাহিদুল ইসলাম শাহীন, তাজনুভা জাবীন, সুলতান মোহাম্মদ জাকারিয়া, আতিক মুজাহিদ, আশরাফুদ্দীন মাহাদী, অর্পিতা শ্যামাদেব, তানজিল মাহমুদ অনীক রায়, খালেদ সাইফুল্লাহ, জাভেদ নাসির, এহতেশাম হক ও হাসান আলীকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
এছাড়া যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন আব্দুল্লাহ আল আমিন, আারিফ সোহেল, রশিদুল ইসলাম রিফাত, মাহিন সরকার, মোহাম্মদ নিজাম উদ্দিন, আকরাম হোসাইন, এস এম সাইফ মুস্তাফিজ ও সালেহ উদ্দিন সিফাত।
দলের দপ্তরে সংযুক্ত রয়েছেন আলাউদ্দিন মুহাম্মদ, ফরিদ উদ্দীন, মোহাম্মদ ফারহাদ আলম ভূঁইয়া, মোহাম্মদ মিরাজ মিয়া, লুৎফর রহমান, মোহাম্মদ মইনুল ইসলাম তুহিন, মুশফিকুর সালেহিন, ড. জাহিদুল ইসলাম, জহিরুল ইসলাম মুসা, হুমায়রা নুর, মুশফিকুর রহমান জুহান, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, শাগুপ্তা বুশরা বিসমা, আহনাফ সাঈদ খান, আবু সাঈদ মোহাম্মদ সুজাউদ্দিন, মীর আরশাদুল হক, ফয়সাল মাহমুদ শান্ত, তারেক রেজা, মশিউর রহমান, জয়নাল আবেদিন শিশির, মোহাম্মদ মুনতাসির রহমান, গাজী সালাউদ্দিন তানভীর, তামিম আহমেদ ও তাহসিন রিয়াজ।
আংশিক এই কমিটিতে যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হিসেবে মোহাম্মদ আতাউল্লাহ, ডা. মাহমুদা মিতু, মোল্লা রহমতুল্লাহ, এম এম শাহরিয়ার ও জোবায়ের আরিফ এবং যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) হিসেবে সাইফুল্লাহ হায়দার, আলী নাসের খান, সাকিব মাহদি, মেজর (অব.) আব্দুল্লাহ আল মাহমুদ, সাদিয়া ফারজানা দিনা, অলিক মৃ ও হানিফ খান সজীব রয়েছেন।
এছাড়া যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম। এর বাইরে যুব উইংয়ে রয়েছেন ডা. আব্দুল আহাদ, দিলশানা পারুল, আবু হানিফ, আব্দুস জাহের, মাজহারুল ইসলাম ফকির, কৃষিবিদ গোলাম মোর্তজা সেলিম, আশিকিন আলম, ডা. জাহিদুল বারী, কৈলাশ চন্দ রবিদাস, ডেভিড রাজু, শেখ মো. শাহ মইন উদ্দিন, মারজুক আহমেদ ও সাদ্দাম হোসেন।
কে কোথায় ছিলেন
এনসিপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে চলা তরুণ ছাত্রনেতা নাহিদ কদিন আগেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছেড়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করা নাহিদ ইসলাম ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ।
সদস্যসচিব পদে নাম আসা আখতার হোসেন হলেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও আইন বিভাগের সাবেক শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আখতার হোসেনের গড়া গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতৃত্বে গঠিত একটি প্ল্যাটফর্ম। যে প্ল্যাটফর্মের নেতৃত্বে সরকারি চাকরির কোটা সংস্কারের আন্দোলন সরকার পতনের আন্দোলনের রূপ নিয়েছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ফেডারেশনের নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী যোগ দিয়েছিলেন এবি পার্টিতে। পরে তিনি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের দায়িত্ব নেন। তিনি হচ্ছেন নতুন দলের মুখ্য সমন্বয়ক।
দলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম দুইজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক। সারজিস জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর হাসনাত আবদুল্লাহ বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ হচ্ছেন এ দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সালেহ উদ্দিন সিফাতের নাম এসেছ দপ্তর সম্পাদক হিসেবে।
আত্মপ্রকাশ অনুষ্ঠান
শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। ধর্মগ্রন্থ থেকে পাঠের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা৷ এ ছাড়া দেশের বিভিন্ন জেলা ও ঢাকার বিভিন্ন থানা থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সমর্থকেরা জমায়েত হয়েছেন মানিক মিয়া অ্যাভিনিউয়ে৷