­
­
শনিবার, ৩ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
দেশে ফিরছেন জোবাইদা রহমান : ৪ ধরনের নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি  » «   ভারত-পাকিস্তান : প্রকাশ্যে যুদ্ধংদেহি, আড়ালে বিশাল বাণিজ্য  » «   বন্ধ হয়ে গেল নভোএয়ারের ফ্লাইট, কোম্পানি বলছে ‘সাময়িক’  » «   পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞায় কী প্রভাব পড়বে বাংলাদেশ–ভারতে  » «   কাশ্মীর হামলা: কেমন হতে পারে ভারতের জবাব, ইতিহাস কী বলে?  » «   মানবিক করিডর আসলে কী, বিশ্বের আর কোথায় আছে, কতটা কার্যকর?  » «   বিএনপি না জামায়াত কোন দিকে ঝুঁকছে ইসলামপন্থি দলগুলো?  » «   সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «  

সিলেটে আন্তর্জাতিক মানের কিডনি হাসপাতাল উদ্বোধন
কয়েককজন অসাধারণ মানুষের তীব্র ইচ্ছায় এ হাসপাতালটি হয়েছে : সমাজকল্যাণ উপদেষ্টা



সিলেটে স্থাপিত হলো আন্তর্জাতিক মানের কিডনি হাসপাতাল। শহরতলীর টুকেরবাজারের সিলেট-বাদাঘাট বাইপাস সড়ক সংলগ্ন নাজিরেরগাঁওয়ে গড়ে উঠেছে ১০তলা ভবনের   ১৫০ শয্যার এ হাসপাতাল।
১৯৭১-এ পাকিস্তানী হায়েনাদের হাতে নিহত সিলেট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তৎকালীন চিকিৎসক শহীদ ডা. শামসুদ্দিন আহমদের সন্তান, যুক্তরাষ্ট্র প্রবাসী কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমদ এই হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন।

শনিবার (১১ জানুয়ারি, ২০২৫) দুপুরে সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল উদ্বোধন করেন অন্তবর্তী সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মানবিক এই উদ্যোগের জন্য ভিডিও বার্তা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি কিডনি ফাউন্ডেশন হাসপাতালের সাফল্য কামনা করেন। যাদের অক্লান্ত পরিশ্রমে ১০তলা ভবনের কিডনি ফাউন্ডেশনের যাত্রা শুরু করল তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শারমীন এস মুরশিদ বলেছেন, ‘অনেকগুলো আলোকিত উদ্যোগী প্রাণ মানুষ সেবা করার মন-মানসিকতা নিয়ে কিডনি ফাউন্ডেশন সিলেটে মিলিত হয়েছেন। সম্মিলিত ইচ্ছা শক্তির মাধ্যমে সৃষ্টি এই প্রতিষ্ঠান সেবায় রোলমডেল হয়ে উঠবে বলে বিশ্বাস করি। দেশের মানুষকে এই ভালো উদাহরণগুলো রীতিতে পরিণত করতে হবে। তাহলে সহজেই বাংলাদেশ তার গন্তব্যে পৌঁছে যাবে।’
শারমীন এস মুরশিদ বলেন, ‘সরকারি ব্যবস্থাপনায় অনেক সীমাবদ্ধতার কারণে ভালো কাজের সঙ্গে সংযুক্ত হতে চাইলেও সহজে হওয়া যায় না। সরলরেখায় শুধু পিপিপি হলেই সিলেট কিডনি ফাউন্ডেশনের মতো চমৎকার কিছু ঘটবে এমনটি কিন্তু নয়। কয়েককজন অসাধারণ মানুষের তীব্র ইচ্ছার কারণে এ হাসপাতালটি বাস্তব চিত্রটা পেয়েছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। অনুষ্ঠানে বক্তৃতা করেন, কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. হারুন-উর রশিদ, মেজর জেনারেল আজিজুর রহমান, বীর উত্তম, অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ, কিডনি ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক কর্নেল এম এ সালাম (অব.) প্রমুখ।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, হাসপাতাল চালু হওয়ায় কিডনি রোগীরা সিলেটেই আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসা সেবা পাবেন। তাদেরকে চিকিৎসার জন্য আর দেশের বাইরে যেতে হবে না। গরীব ও দুঃস্থ রোগীরা স্বল্পমূল্যে, কোনো কোনো ক্ষেত্রে বিনামূল্যেও চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হবে।

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে ২৫ কোটি টাকা ব্যয়ে এই হাসপাতাল নির্মাণ করা হয়েছে। হাসপাতাল ভবনটি নির্মাণে ৮০ শতাংশ অর্থাৎ ২০ কোটি টাকা দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। উদ্যোক্তারা জানিয়েছেন, ভবন নির্মাণ ছাড়াও হাসপাতালের যন্ত্রপাতিসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কেনার অর্থ বিভিন্ন অনুদান থেকে ব্যয় করা হয়েছে।
ঢাকার ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন এন্ড রিচার্স হসপিটাল-এ প্রকল্পটি বাস্তবায়ন করেছে। প্রকল্পটি দ্রুততার সাথে বাস্তবায়নের জন্য শুরু থেকেই ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন এন্ড রিচার্স হসপিটাল-এর প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারপার্সন প্রফেসর ডা. হারুনুর রশীদ যুক্ত ছিলেন।

জানা গেছে, এই হাসপাতালটি বাস্তবায়নের জন্য বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটারস, এজেন্টস্ এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী প্রায় ৮ কোটি টাকা মূল্যের ১১০ শতক ভূমি বিনামূল্যে হাসপাতাল কর্তৃপক্ষকে দান করেছেন।
ভূমি পাওয়ার পর উদ্যোক্তারা প্রথমে ২০১৬ সালের ১৭ জানুয়ারি বিকেলে নাজিরের গাঁও এলাকায় জুবায়ের আহমদ চৌধুরীর দানকৃত ভূমি পরিদর্শন করেন। সে সময় প্রফেসর ডা. জিয়াউদ্দিন আহমদ এবং অন্যতম উদ্যোক্তা মুক্তিযোদ্ধা কর্নেল (অবঃ) মোঃ আব্দুস সালাম বীর প্রতীকসহ পরিদর্শনকালে অন্যদের মধ্যে ছিলেন ডা. ফাতেমা আহমদ, এফআইভিডিবির পরিচালক যেহীন আহমদ, ডা. নাজমুস সাকিব, প্রকৌশলী মোস্তফা শাহরিয়ার, শামীম আহমদ চৌধুরী, ফরিদা নাসরিন, খসরু সিদ্দিকী ও ইফতেখার আলী চৌধুরী বাবলা।

এই প্রকল্পের মূল উদ্যোক্তা যুক্তরাষ্ট্র প্রবাসী কিডনি বিশেষজ্ঞ প্রফেসর ডা. জিয়াউদ্দিন আহমদ তখন বলেছিলেন, সিলেটে প্রচুর কিডনি রোগী রয়েছেন। কিন্তু সে অনুযায়ী মানসম্পন্ন চিকিৎসা ব্যবস্থা নেই। সিলেটের কিডনি রোগীদের সুচিকিৎসার জন্য ঢাকা অথবা দেশের বাইরে যেতে হয়, যা খুবই কষ্টকর এবং প্রচুর ব্যয়সাপেক্ষ। ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন এন্ড রিচার্স হসপিটাল-এর শাখা হিসেবে সিলেটে এই হাসপাতালটি স্থাপিত হলেও এখানকার চিকিৎসা সেবা হবে আন্তর্জাতিক মানের। একই সাথে শুধু সিলেটের নয়, জাতীয় পর্যায়ে এ হাসপাতালে ডাক্তার, নার্স ও টেকনিশিয়ানদের যথাযথ প্রশিক্ষণও দেয়া হবে। এ হাসপাতালটি স্থাপিত হলে, দেশের কিডনি রোগীদের আর দেশের বাইরে যেতে হবে না। পাশাপাশি বিদেশী ডাক্তার, নার্স ও টেকনিশিয়ানরাও নিয়মিত দায়িত্ব পালন করবেন।

অন্যতম উদ্যোক্তা মুক্তিযোদ্ধা কর্নেল (অবঃ) মোঃ আব্দুস সালাম বীর প্রতীক জানান, ঢাকার বাইরে ইতোমধ্যেই পাবনায় একটি কিডনি হাসপাতাল স্থাপনের কাজ চলছে। খুব শিগগিরই তা সম্পন্ন হবে। অনুরূপভাবে সিলেটেও একটি হাসপাতাল স্থাপনের প্রক্রিয়া আজ থেকে শুরু হলো। তবে সিলেটে হাসপাতাল স্থাপনের সুবিধা হলো এখানে বিনামূল্যে ভূমি পাওয়া গেছে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আমাদেরকে আশ্বাস দিয়েছেন ভূমি পাওয়া গেলে খুব শিগগিরই হাসপাতাল স্থাপনের কাজ শুরু হবে এবং দ্রুততার সাথে তা সম্পন্ন করা হবে। তিনি আরও জানিয়েছিলেন, সিলেটের এই হাসপাতালটি স্থাপনের ক্ষেত্রে অবকাঠামো নির্মাণের জন্য ১২ থেকে ১৫ কোটি টাকার প্রয়োজন। আর অপারেশন থিয়েটার, ডায়লিসিস সেন্টারসহ পুর্ণাঙ্গ হাসপাতালে রূপ পেতে গিয়ে প্রায় ৩০ কোটি টাকারও বেশী লাগবে।

The Ever After Garden ।। ৩০ হাজার গোলাপে জড়িয়ে আছে জীবনের গল্প

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন