সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
Sex Cams
সর্বশেষ সংবাদ
দ্বিতীয় মুসলিম কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড আগামী ৯ই জুলাই লন্ডনে  » «   বিশ্বনাথে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের অর্থায়নে শিশুদের ফ্রি খৎনা প্রদান  » «   রাস্তা খুলে দেয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষে হাইকোর্টের রায়  » «   দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ আর নেই  » «   লন্ডন মুসলিম সেন্টারে দুই শতাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘ফেইথ ইন এনভারনমেন্ট’ সামিট  » «   রোবটিক্স বিজ্ঞানী ড. হাসান শহীদের নেতৃত্বে কুইন মেরি ইউনভার্সিটি অব লন্ডনে বিশ্বের ক্ষুদ্রতম মাল্টিরোটর সোলার ড্রোন উদ্ভাবন  » «   লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অফস্টেড রিপোর্টে ‘গুড’ গ্রেড অর্জন  » «   টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস : ১৮৫ জন শিক্ষার্থীকে সম্মাননা  » «   ব্যারিস্টার নাজির আহমদের “ইন্সপায়ার এ মিলিয়ন”নামে চ্যারিটি প্রতিষ্ঠার ঘোষণা  » «   সম্মিলিত সাহিত্য ও  সাংস্কৃতিক পরিষদের ২০২৫-২৬ পরিচালনা পর্ষদ গঠন  » «   গ্রেটার ফতেহপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত  » «   আওয়ামী লীগ ও জামায়াতের মিল আর গুজব রাজনীতি  » «   পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেছেন ডা. শফিকুর রহমান  » «   প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের দ্বি-বার্ষিক সম্মেলন  » «   শেখ হাসিনা ও সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

লন্ডনে বিয়ানীবাজার পৌরসভার মেয়র পদপ্রার্থী  আব্দুল কুদ্দুছ টিটুর সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

যুক্তরাজ্যে বসবাসরত সিলেট বিয়ানীবাজার পৌরশহরের  শ্রীধরা গ্রামের  প্রবাসীদের সাথে   আসন্ন বিয়ানীবাজার পৌরসভার মেয়র পদপ্রার্থী  হাজী আব্দুল কুদ্দুছ টিটু’র সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১ ডিসেম্বর বুধবার  রাত আটটায় লন্ডনের  গ্রান্ড রসুই পার্টি হলে অনুষ্ঠান সভাপতিত্ব করেন শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের  উপদেষ্টা  রফিক উদ্দিন।

 

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের সাধারণ সম্পাদক  আব্দুল আহাদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বিয়ানীবাজার ওয়েল ফেয়ার ট্রাস্ট( চ্যারিটি নিবন্ধিত)এর কোষাধ্যক্ষ   আব্দুল শফিক ,সহ সভাপতি  সাহেদ আহমদ , কমিউনিটি কর্মী আসিক আহমদ পুতুল , আব্দুস সালাম ,শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক  আহমদ মোস্তাক ,যুগ্ম-সম্পাদক  ফয়সল উদ্দিন,কমিউনিটি এক্টিভিষ্ট  কবির মাহমুদ ,বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্হার সাধারণ সম্পাদক  নুরুজ্জামান , আব্দুল জলিল ,বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র কার্যকরী সদস্য  সেলিম আহমদ,শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্টের কোষাধ্যক্ষ  আব্দুল বাতিন প্রমুখ ।

সভায় বক্তারা  আব্দুল কুদ্দুছ টিটুর দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডের  ভূয়সী প্রশংসা করেন।  এবং বিগত বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন আদায়ে- সংগ্রাম পরিষদের পক্ষে আইনী পদক্ষেপ গ্রহন সহ  জনমত গঠনে তার  ভূমিকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন ।

সভায় বক্তারা  একজন সফল সংগঠক হিসেবে আব্দুল কুদ্দুছ টিটুকে নৌকা প্রতীক প্রদানের জন্য নুরুল ইসলাম নাহিদ এমপির প্রতি  আহ্বান জানান ।তারা বলেন, প্রবাসী অধ্যুষিত  বিয়ানীবাজার পৌরসভাকে দুর্নীতিমুক্ত ,জবাবদিহিমূলক ও উন্নত মডেল পৌরসভায় রুপান্তরিত করতে আব্দুল কুদ্দুছ টিটুর মত সৎ ,উদ্যমী ও সৃজনশীল নেতৃত্বের প্রয়োজন ।

বিয়ানীবাজার পৌরসভা  মেয়র পদপ্রাথী  হাজী আব্দুল কুদ্দুছ টিটু বলেন, দীর্ঘ তিন যুগ থেকে গণমানুষের কল্যাণে কাজ করছি ।আমার দল বাংলাদেশ আওয়ামীলীগের একজন কর্মী হিসেবে জননেএী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড  জনগণের দোরগোড়ায় পৌছে দেয়ার নিরলস কাজে লিপ্ত রয়েছি ।আমি একজন দলীয় কর্মী হয়েও দলমত নির্বিশেষে  সবাইকে নিয়ে গণমানুষের কল্যাণে কাজ করে যাচিছ ।

আব্দুল কুদ্দুছ টিটু  তার বক্তব্যে  দীর্ঘ দেড় যুগের পর আইনী লড়াইয়ের মাধ্যমে অর্জিত বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন বিষয়ে সংগ্রাম পরিষদ ও প্রবাসীদের অবদান  তুলে ধরে বলেন- বিয়ানীবাজার  পৌরসভা নির্বাচন আদায় সংগ্রাম পরিষদের পক্ষে দীর্ঘ দুই বছর কাজ করতে পেরে আমি গর্বিত । গত পৌরসভা নির্বাচনে দল আমাকে মনোনয়ন দেয়নি, তাই নির্বাচন করিনি ।আশা করছি সকলের সহযোগিতা ও সমর্থনে  দল এবার আমাকে মনোনয়ন প্রদান করবে । তিনি যুক্তরাজ্য প্রবাসী  শ্রীধরা গ্রামের  মতবিনিময় সভায়  সকলের উপস্থিতি   ও সহযোগিতার  জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানান ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠ করেন  আবু কাওসার । সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জুবায়ের লিমন,এমদাদুল হক কাজল ,লিমন আহমদ,কয়েস আহমদ,আলম হোসেন ,আলমগীর হোসেন,জুবের মুনিম ,লুৎফুর রহমান প্রমুখ ।

সভাশেষে সকলে নৈশভোজে  অংশগ্রহণ করেন।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন