­
­
বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «   চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রবিবার  » «   এনসিপি: অম্ল-মধুর একমাস পার, ভোটের পথে প্রস্তুতি কতদূর?  » «   চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে, ফায়ার সার্ভিসের সতর্কতা  » «   মিয়ানমারে ভূমিকম্প: মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে  » «   এশিয়ার দেশগুলোর ‘যৌথ সমৃদ্ধির পথরেখা’ চাইলেন ইউনূস  » «  

কলমাকান্দায় নি:স্ব বন্ধু এর পাশে বন্ধুমহল (ব্যাচ- ৯৬)



নেত্রকোণার কলমাকান্দা পাইলট উচ্চ বিদ্যালয়ের পাইলোটিয়ান ব্যাচ- ৯৬ এর বন্ধুমহল অর্ধলক্ষ টাকার আর্থিক সহযোগিতা করে নি:স্ব বন্ধুদের পাশে দাঁড়ানোের খবর পাওয়া গেছে ।

স্থানীয় ও বন্ধু মহলের সুত্রে জানা গেছে, জুলহাস মিয়া তার লেখাপড়া শেষ করে একটি এনজিওতে চাকুরি নেন। পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার দাম্পত্য জীবনে তিন সন্তানের জনক হন। চাকুরিকালীন সময়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন । এরপর চাকুরি হারান। চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে তার সঞ্চিত অর্থ ও জমি বিক্রি করে নি:স্ব হয়ে যায় জুলহাস। এরপর থেকে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করে আসছিল।

এমন খবরে পাইলোটিয়ান (ব্যাচ- ৯৬) বন্ধুমহল খোঁজ খবর নেন। ওই পরিবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেন তারা।

পরে আজ শনিবার কলমাকান্দা উপজেলার জুলহাসকে তার গ্রাম্য বাজারে একটি মুদির দোকান ব্যবসা করার জন্য নগদ অর্ধলক্ষ টাকার আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন (ব্যাচ- ৯৬) বন্ধুমহল ।

পাইলোটিয়ান (ব্যাচ- ৯৬) এর বন্ধুমহল জাহাঙ্গীর আলম রিপন জানান, আমাদের বন্ধু’র জন্য সবাই মিলে সহযোগিতা করতে পেরেছি। খুব ভাল লাগছে। আশা করবো প্রতিটি বন্ধুমহল বেকার ও নি:স্ব বন্ধুদের সমাজে টিকিয়ে রাখার জন্য অবদান রাখবে।

এবিষয়ে জুলহাসের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আমার জীবনের কঠিন সময়ে (ব্যাচ- ৯৬) বন্ধুমহলের সহযোগিতা পেয়ে আমি খুবই আনন্দিত ও গর্বিত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন