প্রায় দেড় যুগ আগে রাস্তার মধ্য খানে ব্রিজ নির্মাণ হয়েছে। কিন্তু অজানা কারণে রাস্তা তৈরী হয়নি। গ্রামবাসী দূ:খ ভারাক্রান্ত মন নিয়ে বলছেন, ‘আমরা ওইলাম অজপাড়া-গাউও অবহেলার মানুষ।আমরার খতা খেউ হুনইন -না । আমরার কষ্ট দেখারও খেউ নাই ।’
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৩ নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের ‘দৌলতপুর – পকুয়া- বাগল-মন্দিরালা-সুফিনগর কাগজে কলমে রাস্তা হিসাবে থাকলেও বাস্তবে উন্নয়নের ছোয়া লাগেনি।
অথচ এই রাস্তা দিয়ে নিজ বাহাদুরপুর ইউনিয়নের পকুয়া,দৌলতপুর,চরিয়া,সুফিনগর, ভাগল,কামারকান্দি,মন্দিআলা, গ্রামের শিক্ষার্থীরা বিয়ানীবাজার সরকারি কলেজ, পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা, ইটাউরী মহিলা আলিম মাদ্রাসা,ইটাউরী হাজী ইউনুস মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে নিয়মিত যাতায়াত করে থাকে। বিস্তারিত দেখুন ৫২বাংলা সিলেট পূর্বাঞ্চল প্রতিনিধি মো. ইবাদুর রহমান জাকির এর প্রতিবেদনে-