ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির সুপরিচিত মুখ, প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি, সাংবাদিক ও সংগঠক এনায়েত হোসেন সোহেল করোনায় আক্রান্ত হয়ে প্যারিসে একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সপ্তাহ দিন আগে তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন।
শুক্রবার, ১২ মার্চ তার শারিরীক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে হাসপাতালে স্থানান্তরিত করেন।
এনায়েত হোসেন সোহেল ফ্রান্স থেকে প্রকাশিত অনলাইন পোর্টাল তৃতীয় বাংলা’র প্রকাশক ও সম্পাদক। এবং যুক্তরাজ্য থেকে পরিচালিত ৫২বাংলা টিভির ফ্রান্স ব্যুরো প্রধান। এছাড়াও তিনি ফ্রান্সের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনে প্রতিনিধিত্বশীল দায়িত্বে আছেন।
৫২বাংলার পক্ষ থেকে ফ্রান্সের স্থানীয় সময় রাত বারটায় কোভিড-১৯ আক্রান্ত এনায়েত হোসেন সোহেল এর শারীরিক অবস্থার খবর নিতে তার সাথে কথা বলা সম্ভব হয়েছে। তিনি জানিয়েছে, বর্তমানে তার শারিরীক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল আছে। হাসপাতালে ভর্তির পর কিছুটা ভালো অনুভব করছেন।
৫২বাংলা পরিবার এনায়েত হোসেন সোহেল এর আশু রোগ মুক্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করছে।