বসনিয়ায় অবস্থানরত আলী হোসেন এর সাথে যোগাযোগ করলে জানা যায় তারা বসনিয়ার রাজধানী সারা জীবো (নিউ ক্যাম্পে) অবস্থান করেছিলেন। হঠাৎ করে রাজু ও রিহান এবং ত্রিশ জন বাংলাদেশি ও পাকিস্তানি মিলে পাকিস্তানি দালাল এর সাথে আলোচনা করে ইতালির উদ্দেশ্যে রওয়ানা হোন। পথিমধ্যে তারা বদ্ধ জলাশয়ে দুই দিন হাটার পরে অতিরিক্ত ঠান্ডা আর তুশারপাতের কারনে রাজু ও রিহান ঘটনাস্থলে মারা যান এবং আরো কয়েকজন নিখোঁজ আছেন বলে যানা যায়। এদিকে রাজু- রিহান এর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পুরা উপজেলায় শোকের ছায়া নেমে আসে। রাজু -রিহান এর মৃত্যু যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মহলের সুখ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।