দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল ইকবাল হোসাইন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ঢাকা পোস্টের আমিরাত টিম। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) কনসাল জেনারেল অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের পর কনসাল জেনারেল বলেন, আশা করি, ইতিবাচক ও উন্নয়নমূলক সংবাদ প্রকাশের মাধ্যমে ঢাকা পোস্ট দুবাই সরকারকে সহযোগিতা করবে।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা পোস্ট এর জ্যেষ্ঠ প্রতিবেদক মুহাম্মদ আদনান রহমান, বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র সাবেক সভাপতি শিবলী আল সাদিক, বর্তমান সভাপতি মুহাম্মদ সিরাজুল হক, দপ্তর সম্পাদক ও ঢাকা পোস্টের আমিরাত প্রতিনিধি মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও বাংলানিউজের আমিরাত প্রতিনিধি মুহাম্মদ ইরফানুল ইসলাম।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ঢাকা পোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নিউজ পোর্টালটির উদ্বোধন উপলক্ষে দুবাইয়ের বেস্ট ওয়েস্টার্ন পার্ল ক্রিক হোটেল হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। যাত্রার শুরুতে ঢাকা পোস্টকে শুভেচ্ছা জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজন।