সহজকথায়, বলতে গেল, ব্রিটেন এখন স্তব্ধ। হীম ঠান্ডায় ব্রিটেনের বাতাসে এখন- শোকের যেন বোবামাতম বইছে। করোনানার প্রথম ফেইজে কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালের সেবা নিয়ে ফিরে আসা প্রধানমন্ত্রী বরিস জনসন অবশেষে বাধ্য হয়ে বিশেষজ্ঞ, বৈজ্ঞানিক কর্মকতা ও ন্যাশনাল হেলথ সার্ভিস এর কথা শুনে বাস্তবায়ণে কাজ করছেন।
তবে এরই মধ্যে করোনা ছড়িয়েছে বলা যায় -ঘরে ঘরে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী হিসাবে তার সবচেয়ে ভুলের খেসারতটি তাকে আজীবন বহন করেই চলতে হবে।হয়েছেও তাই। একলাখ মৃত্যশোকের ভার নিয়ে, ২৬ জানুয়ারি ডাউনিং স্ট্রিটে, এক সংবাদ সম্মেলনে মাথা নিচু করে বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন- ’সরি’। আমি দূ;খিত। যে সকল প্রাণ ঝরে গেল, তার প্রত্যেকটির জন্য আমি গভীর ভাবে মর্মাহত। অবশ্য-ই একজন প্রধানমন্ত্রী হিসেবে সবকিছুর পূর্ণ দায়ভার আমি নিচ্ছি। বিস্তারিত দেখুন আনোয়ারুল ইসলাম অভি’র সম্পাদকীয়তে-