সিলেটের গোলাপগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। সূর্য্যধ্বয়ের সাথে সাথে সকাল সাড়ে ৬টায তোপধ্বনির মধ্যদিয়ে শুরু হয় উপজেলা বীর সৌধে পুষ্পস্থবক অর্পন। প্রথমে পুষ্পস্থবক অর্পন করেন, উপজেলা প্রশাসন পরে একে একে পুষ্পস্থবক অর্পন করেন, গোলাপগঞ্জ মুক্তিযুদ্ধা সংসদ, গোলাপগঞ্জ মডেল থানা, উপজেলা আওয়ামীলীগ, পৌর সভা, পৌর আওয়ামীলীগ, গোলাপগঞ্জ প্রেসক্লাব, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার, গোলাপগঞ্জ জোনাল অফিস। এছাড়া পরবর্তিতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন পুষ্পস্থবক অর্পন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি আমিনুল ইসলাম রাবেল, সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার শফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক রফিক আহমদ, গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্য হারুনুর রশীদ চৌধূরী, তদন্ত আবুল কাশেম, কৃষি অফিসার খায়রুল আমীন, শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, উপজেলা ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান, সমবায় অফিসার জামাল মিঞা, মহিলা বিষয়ক অফিসার খাদিজা খাতুন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক রুহেল আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান চৌধূরী রিংকু, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইউনুছ চৌধূরী, কোষাধ্যক্ষ জালাল আহমদ চৌধূরী, যুগ্ম সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম, গোলাপগঞ্জ বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগারের সভাপতি আবু সুফিয়ান আজম, সহ-সভাপতি বাবুল আহমদ, আওয়ামীলীগ নেতা নাজিমুল হক লস্কর, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্টাতা সভাপতি গোলাম দস্তগীর খান ছামিন, সভাপতি মঞ্জিল আহমদ, সাধারন সম্পাদক আলী হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা হোসেন আহমদ, আওয়ামীলীগ নেতা ইসতিয়াক আহমদ সুমন, পৌর আওয়ামীলীগ নেতা নাদিম মাহমুদ শিপলু, আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা তোরন তালুকদার, ছাত্রলীগ নেতা রুহুল ইসলাম, সাকিল হোসেন, সাংবাদিক ফারহান মাসুদ আফসর, মেহেদী হাসান প্রমুখ। এছাড়া ও উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধা বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
এদিকে সকাল সাড়ে ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন করেন নির্বাহী অফিসার মামুনুর রহমান, উপজেলা মুক্তিযুদ্ধা সাবেক কমান্ডার শফিকুর রহমান, ওসি হারুনুর রশীদ চৌধূরী।
সকাল ১০ টায় উপজেলা অডিটরিয়ামে ‘জাতির পিতার সপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারন ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সমৃদ্ধি অর্জন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্য দেন নির্বাহী অফিসার মামুনুর রহমান।
সমবায় অফিসার জামাল মিয়ার সঞ্চালনায় অতিথির বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার শফিকুর রহমান, গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্য হারুনুর রশীদ চৌধূরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, নাজিরা বেগম শিলা, কৃষি অফিসার খায়রুল আমীন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক আলী হোসেন। পরে অতিথি বৃন্দ ভাচুর্য়্যালি চিত্রঙ্কন প্রতিযোগীতা রচনালিখন প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের পুরস্কার তুলে দেন।
পরবর্তী সকাল ১১ আমুড়া ইউপির ২৩ শহীদ স্মৃতি সৌধে পুষ্পস্থবক অর্পন করেন, নির্বাহী অফিসার মামুনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, নাজিরা বেগম শিলা,মুক্তিযুদ্ধা সাবেক কমান্ডার শফিকুর রহমান, তদন্ত ওসি আবুল কাশেম, আওয়ামীলীগ নেতা এম ওয়াদুদ এমরুল, গোলাপগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, আওয়ামীলীগ নেতা জালাল ছিদ্দীকি প্রমুখ।