সাবেক ছাত্রলীগ নেতা রুহুল আলম চৌধুরী উজ্জ্বলের পরিচালনায় সভাপতির বক্তব্যে এম শাহরিয়ার কবির সেলিম বলেন ৭১ এর পরাজিত শক্তি এবং ৭৫ ১৫ই আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের দোসর, খুনী খালেদা ও তারেকের দালাল জামাত শিবির,জংগী ও হেফাজতের প্রত্যক্ষ মদদে বাঙালির হৃদয়ে যে রক্তক্ষরণ ঘটানো হয়েছে তার প্রতিশোধ মুজিব আদর্শের সৈনিকরা না নিয়ে ঘরে ফিরবে না।
জেলা আওয়ামিলীগ নেতা এডভোকেট সুয়েব আহমদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে ২য়বার খুন করা হয়েছে একজন মুক্তি যুদ্ধার সন্তান হিসেবে শপথ নিয়ে বলতে চাই ভাস্কর্যের ভাংচুরের উস্কানিদাতা মামুনুল হক কে সিলেটের পবিত্র মাটিতে অবাঞ্চিত ঘোষনা করা হল।এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজানুর রহমান সেলিম,ইয়সিন সুমন, জেলা যুবলীগ নেতা এডভোকেট শাহিন আহমদ, টিপু আহমদ, জেলা ছাত্রলীগ নেতা সুহানুর রহমান চৌধুরী,হকার্সলীগের আহবায়ক রকিব আলী, সদস্য সচিব আশিক মিয়া প্রমুখ।