­
­
রবিবার, ৬ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ট্রাম্পের শুল্ক ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ  » «   ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ  » «   বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «   চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রবিবার  » «   এনসিপি: অম্ল-মধুর একমাস পার, ভোটের পথে প্রস্তুতি কতদূর?  » «   চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে, ফায়ার সার্ভিসের সতর্কতা  » «  

কলমাকান্দায় ভারতীয় পন্যসহ তিনজন আটক, থানায় মামলা



নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় প্রায় ৩ লক্ষ টাকার অধিক মূল্যমানের ভারতীয় কসমেটিক ও নীল রংয়ের পিক-আপ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত পিক-আপ ভ্যান চালক সহ তিনজনকে আটক করা হয়।

বুধবার (২ ডিসেম্বর) বিকেলে আটক তিনজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

আটককৃতরা হলো- নেত্রকোনার আটপাড়া উপজেলার গাগড়া গ্রামের মো. ওয়ারেছ আলীর ছেলে মাজাহারুল ইসলাম (২৬) এবং সদর উপজেলার পৌর শহরের সাতপাই এলাকার শ্রী জীবন সরকারের ছেলে প্রিন্স সরকার (২৬) ও শিবগঞ্জের পিক-আপ চালক মো. আতিক মিয়ার ছেলে পারভেজ মিয়া (২০)।

আজ বুধবার ভোর ৬টার দিকে পুলিশের একটি দল উপজেলার নাজিরপুর ইউনিয়নের তিন রাস্তার মোড় এলাকায় নিয়মিত টহলের দায়িত্ব পালন করছিল। এ সময় একটি নীল রংয়ের পিক-আপকে সন্দেহ করে তল্লাশী চালিয়ে বিভিন্ন ধরণের ভারতীয় পণ্য দেখতে পায় পুলিশ। পরে পিক-আপের চালক সহ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

আনুমানিক তিন লক্ষ দুই হাজার ৭৮২ টাকা মূল্যমানের ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিক সহ একটি পিক-আপ (ঢাকা মেট্রো-ন-২০-৩২৮৪) জব্দ দেখিয়ে উপ-পরিদর্শক সুলতান আহমেদ নিজে বাদী হয়ে মামলা বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক ৫২ বাংলাটিভি কে বলেন, মামলা দায়ের করা হয়েছে এবং আজ বিকেলের মধ্যে তিনজনকে আদালতে পাঠানো হয়েছে । আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দকৃত পিক-আপ ও ভারতীয় পণ্যের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে বলে তিনি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন