­
­
বুধবার, ৯ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিশ্বকে বদলে দিতে বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ  » «   প্রবাসীদের ভোট পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি  » «   নাসার সাথে চুক্তি, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা জোটে যুক্ত হলো বাংলাদেশ  » «   সারা দেশে সরকারি ফার্মেসি চালু করছে সরকার  » «   ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে বাটা-কেএফসি ভাংচুর : ৪ মামলা, গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান  » «   গাজায় গণহত্যা: ছয় জেলায় বাটা-কেএফসিতে হামলা-ভাঙচুর, হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ  » «   গাজার ৫০ শতাংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে, সংকুচিত হয়ে পড়ছেন ফিলিস্তিনিরা  » «   গাজায় ইসরায়েলি আগ্রাসন : প্রতিবাদে সামিল বাংলাদেশ  » «   যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ: বাংলাদেশের জন্য সুযোগও সৃষ্টি হতে পারে  » «   ১০০ ডলারের টি-শার্টের শুল্ক ৪৯ ডলার!  » «   বাংলাদেশসহ ১৩ দেশের ওপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা সৌদির  » «   ট্রাম্পের শুল্ক ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ  » «   ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ  » «   বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «  

কলমাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধের মৃত্যু, থানায় মামলা



নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে কৃষক মো. আ. হাকিম (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (২২নভেম্বর) প্রায় রাত ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এবং নিহতের নাতি আলী হোসেন মুঠোফোনে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মো. আ. হাকিম উপজেলার খারনৈ ইউনিয়নের কচুগড়া গ্রামের মৃত সাদেম আলীর ছেলে। তিনি গত বছর প্রতিরোধ যোদ্ধা হিসেবে প্রধানমন্ত্রী তহবিল থেকে এক লক্ষ টাকার অনুদানও পেয়েছেন নিহতের পরিবার সূত্রে জানা গেছে।

স্থানীয় ও নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, বৃদ্ধ মো.আ. হাকিমের ছেলে মো. শরাফত আলীর সাথে পাশ্ববর্তী রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামের আজমানের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বটতলা উত্তরপাড়ায় বিরোধপূর্ণ ১ একর .৬০ শতাংশ জমিতে শরাফত আলী আজ থেকে প্রায় ৩০ বছর ধরে জমি ভোগ দখল আছেন। ধান রোপন করেছিলেন। রবিবার বেলা ১১টার দিকে সেই বিরোধপূর্ণ জমিতে আজমানের লোকজন ধান কাটতে আসে। শরাফত আলীর পক্ষের লোকেরা বাঁধা দিলে তর্ক বিতর্কের এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজনের হাতে থাকা দেশীয় ধারালো অস্ত্রের আঘাত জখম প্রাপ্ত হন বৃদ্ধ মো.আ. হাকিম। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকের কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রবিবার প্রায় রাত ৮টার দিকে বৃদ্ধ আ. হাকিম সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বৃদ্ধের মৃত্যু সত্যতা নিশ্চিত করে ৫২ বাংলাটিভি কে বলেন, এ ঘটনায় বৃদ্ধের ছেলে শরাফত আলী বাদী হয়ে ১৭ জনকে নামীয় এজাহারভুক্ত আসামি করে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান ওই পুলিশ কর্মকর্তা ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন