­
­
শনিবার, ৩ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের ফুটবল দলের হয়ে খেলতে এবার আসছেন কানাডা থেকে শামিত সোম  » «   দেশে ফিরছেন জোবাইদা রহমান : ৪ ধরনের নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি  » «   ভারত-পাকিস্তান : প্রকাশ্যে যুদ্ধংদেহি, আড়ালে বিশাল বাণিজ্য  » «   বন্ধ হয়ে গেল নভোএয়ারের ফ্লাইট, কোম্পানি বলছে ‘সাময়িক’  » «   পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞায় কী প্রভাব পড়বে বাংলাদেশ–ভারতে  » «   কাশ্মীর হামলা: কেমন হতে পারে ভারতের জবাব, ইতিহাস কী বলে?  » «   মানবিক করিডর আসলে কী, বিশ্বের আর কোথায় আছে, কতটা কার্যকর?  » «   বিএনপি না জামায়াত কোন দিকে ঝুঁকছে ইসলামপন্থি দলগুলো?  » «   সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «  

নেত্রকোণায় স্থাপনকৃত টিউবওয়েলে আগুন; ৩ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে



নেত্রকোণার কলমাকান্দায় নতুন স্থাপনকৃত টিউবওলে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রথমে ৩৫-৪০ ফুট উচ্চতায় আগুন জ্বলতে থাকলে স্থানীয়রা আশপাশের গাছের ডালপালা কেটে পানি ও বালুর বস্তা দিয়ে চাপা দেয়। এতে আগুন না নিভে ১০-১২ ফুট উচ্চতায় জ্বলতে থাকে। ঘটনাস্থলের পাশে রয়েছে মসজিদ, মক্তব , ৩/৪টি দোকান ঘর সহ বেশ কয়েকটি বসত বাড়ি।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় আগে উপজেলার লেংগুরা ইউনিয়নের জিগাতলা গ্রামের পূর্ব জিগাতলা জামে মসজিদের স্থাপনকৃত টিউবওয়েলে আগুন লাগার ঘটনা ঘটে। পরে কলমাকান্দা ফায়ার সার্ভিসের স্টেশনের লিডার মো. আব্দুল কাদির নেতৃত্বে একটি দল ৩ ঘন্টার চেষ্টায় সাড়ে রাত ১০টার দিকে আগুন নিভাতে সক্ষম হন।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব জিগাতলা মসজিদের টিউবওয়েল দিনের বেলায় বরিং করে সন্ধ্যার আগে ৭০ ফুট গভীরতায় পানির লেয়ার পাওয়া যায়। বরিংয়ে পাইপ স্থাপন পর টিউবওয়েল স্থাপন শেষ সম্পন্ন হয়। পানি উত্তোলনের জন্য টিউওয়ের চাপ না দিতেই পানি বের হতে থাকে।

এ সময় স্থানীয় ইউপি সদস্য মো. আকবর কবীর স্থাপনকারীদের বলে গ্যাসের চাপের কারণে এটি হচ্ছে। তার নির্দেশে কল স্থাপনকারী মেকানিকরা কাজ বন্ধ করে টিউবওয়েল হাতল বেঁধে রেখে চলে আসে।

এরপর সন্ধ্যার দিকে কে বা কাহারা কোন কিছুর সাহায্যে আগুন দেয়। সাথে সাথে আগুনের শিখা প্রায় ৩৫-৪০ ফুট উচ্চতায় জ্বলতে থাকে। স্থানীয়রা দ্রুত আশপাশে গাছের ডাল পালা কেটে পানি ও বালুর বস্তা দিয়ে চাপা দিলেও পরে আগুন ১০-১২ ফুট উচ্চতায় জ্বলতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ঘটনা স্থলে পৌছার আগেই কয়েক ঘন্টা একই উচ্চতায় জ্বলতে থাকে জানান ইউপি সদস্য মো. আকবর কবীর।

কলমাকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. আ. কাদির ৫২ বাংলা টিভিকে বলেন, খবর পেয়ে দুর্গম এলাকায় আসতে বেগ পেতে হয়েছে। পথের মধ্যে খালে সাঁকুর থাকায় ফায়ার সার্ভিসের গাড়ী রাস্তায় রেখে ঘটনাস্থলে প্রায় তিন কি.মি. হেঁটে আসতে হয়েছে। পরে তিন ঘন্টার প্রচেষ্টায় জীবনের ঝুঁকি নিয়ে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। তবে টিউবওয়েলে গোড়া দিয়ে গ্যাসের চাপে এখনও অনবরত পানি বের হচ্ছে। এ অবস্থা দেখে আমাদেরকে রাতে এখানেই থাকতে হবে।

তবে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার এদের কারো সহায়তা পাচ্ছেন না বলে জানান ফায়ার সার্ভিসের এই লিডার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন