­
­
বুধবার, ৯ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
নাসার সাথে চুক্তি, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা জোটে যুক্ত হলো বাংলাদেশ  » «   সারা দেশে সরকারি ফার্মেসি চালু করছে সরকার  » «   ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে বাটা-কেএফসি ভাংচুর : ৪ মামলা, গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান  » «   গাজায় গণহত্যা: ছয় জেলায় বাটা-কেএফসিতে হামলা-ভাঙচুর, হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ  » «   গাজার ৫০ শতাংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে, সংকুচিত হয়ে পড়ছেন ফিলিস্তিনিরা  » «   গাজায় ইসরায়েলি আগ্রাসন : প্রতিবাদে সামিল বাংলাদেশ  » «   যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ: বাংলাদেশের জন্য সুযোগও সৃষ্টি হতে পারে  » «   ১০০ ডলারের টি-শার্টের শুল্ক ৪৯ ডলার!  » «   বাংলাদেশসহ ১৩ দেশের ওপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা সৌদির  » «   ট্রাম্পের শুল্ক ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ  » «   ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ  » «   বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «  

ব্রিটেনে বাংলাদেশী বংশদ্ভোদ মোহাম্মদ আহবাব হোসেন  কাউন্সিলের স্পিকার নির্বাচিত



ব্রিটেনে মূলধারার রাজনীতিতে অংশগ্রহ করে  বাঙ্গালীর সাফল্যের ইতিহাসে যুক্ত হয়েছে আরেকটি পালক।বাংলাদেশী বংশদ্ভোদ মোহাম্মদ আহবাব হোসেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার নির্বাচিত হয়েছেন।  লন্ডনের বারা সমূহের মর্যাদাপূর্ণ ‘স্পিকার’ পদটি  ব্রিটেনের রাণীর প্রতিনিধি হিসাবে প্রতিনিধিত্ব করে। সে অনুসারে  কাউন্সিলার আহবাব হোসেন টাওয়ার হ্যামলেটস বারায় পরবর্তী স্পিকার নির্বাচন পর্যন্ত ব্রিটেনের রাণীর প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করবেন।

কাউন্সিলার মোহাম্মদ আহবাব হোসেন গত স্থানীয় সরকার নির্বাচনে প্রথমবার অংশগ্রহণ করে  লন্ডনের   টাওয়ার হ্যামলেটস বারার কাউন্সিলার নির্বাচিত হন।

গত ৩০ সেপ্টেম্বর বুধবার ভার্চুয়াল ফুল কাউন্সিল মিটিংয়ে এই নির্বাচন সম্পন্ন হয়। উল্লেখ্য এই ফুল কাউন্সিল মিটিং গত মে মাসে হওয়ার কথা ছিল। কোভিড ১৯ এর কারণে সেপ্টেম্বর পর্যন্ত বিলম্বিত হয়। একই সময়ে ডেপুটি স্পিকার হিসেবে কাউন্সিলার জেনেট রহমানও নির্বাচিত হন।

২০১৮ সালের ৩ মে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে টাওয়ার হ্যামলেটস এর বেথনাল গ্রীণ ওয়ার্ড থেকে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে মোহাম্মদ আহবাব হোসেন কাউন্সিলার নির্বাচিত হন। ২০১৯ শের মে মাস থেকে তিনি ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করছিলেন।
স্পিকার কাউন্সিলার মোহাম্মদ আহবাব হোসেনের বাড়ি সিলেটের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার প্রভাকর পুর গ্রামে। তার পিতার নাম মরহুম মদরিছ মিয়া আর মাতার নাম মরহুমা শিরিয়া বেগম। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক।
ব্রিটেনের মূলধারার রাজনীতিতে যুক্ত আহবাব হোসেন প্রভাকরপুর প্রাইমারি স্কুল, এইডেড হাইস্কুল ও মদনমোহন কলেজের ছাত্র ছিলেন।

লন্ডনে তিনি এইচএনডি ইন বিজনেস কোর্স করেছেন। তিনি ব বাংলাদেশ ছাত্রলীগের সিলেট জেলার জয়েন্ট সেক্রেটারি ছিলেন।

 লন্ডনে বায়তুল আমান মসজিদ, বঙ্গবন্ধু  পরিষদ ইউকে সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে কমিউনিটির সেবায় কাজ করেছেন। এছাড়াও বেথনাল গ্রীন ওয়ার্ড লেবার পার্টির ভাইস চেয়ার ও জিসি ডেলিগেট এর দায়িত্ব পালন করেন স্পিকার কাউন্সিলার আহবাব হোসেন ।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন