নেত্রকোণা জেলার দুর্গাপুরে নিখোঁজ যুবক এমরান (২৬) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার বাকলজোড়া ইউনিয়নের রামনগর গ্রামের মসজিদের পাশের নালা থেকে মরদেহ উদ্ধার করে দুর্গাপুর থানা পুলিশ ।
নিখোঁজ যুবক রামনগর গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গত বুধবার সন্ধ্যার পর ছাগল আনার জন্য খোয়ারে গিয়েছিল এমরান। কিন্ত দীর্ঘসময় হওয়ার পরও সে ছাগল নিয়ে বাসায় ফিরেনি। তারপর পরিবারের লোকজন তাঁকে খোজাখুজি শুরু করেও তার সন্ধান পায়নি ।
বৃহস্পতিবার সকালে রামনগর গ্রামের রাস্তার পাশে নালাতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় লোকজন । পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে । মৃত এমরানের মৃগী রোগ ছিল বলে স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় ।