­
­
শনিবার, ৫ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ট্রাম্পের শুল্ক ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ  » «   ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ  » «   বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «   চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রবিবার  » «   এনসিপি: অম্ল-মধুর একমাস পার, ভোটের পথে প্রস্তুতি কতদূর?  » «   চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে, ফায়ার সার্ভিসের সতর্কতা  » «  

পরীক্ষা সাশ্রয়ী হওয়ায় বিয়ানীবাজার কলেজের শিক্ষার্থীরা ফেরত পাচ্ছে একটা অংশ



মোঃইবাদুর রহমান জাকির

অনলাইনে পরীক্ষা- সাশ্রয়কৃত ব্যয় শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় ফেরত দিচ্ছে সিলেট বিয়ানীবাজার সরকারি কলেজ প্রশাসন।মহামারী করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবার বিয়ানীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণীর মূল্যায়ন পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে। আর এজন্য পরীক্ষা ব্যয় কিছুটা সাশ্রয় হওয়ায় এর একটি অংশ শিক্ষার্থীদেরকে ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কলেজ প্রশাসন। একই সাথে এ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য উত্তরপত্র জমা দেয়ার সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। রোববার (৬সেপ্টেম্বর ) দুপুরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, করোনা মহামারির কারণে কলেজের পাঠদান বন্ধ থাকলেও একাদশসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম অনলাইনে চলছিল। পরবর্তীতে অনলাইনে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। সিদ্ধান্তনুযায়ী প্রথম দিন রোববার (৬ সেপ্টেম্বর) থেকে একাদশ শ্রেণির বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনলাইনে গ্রহণ করা হয়েছে। এদিন সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বাংলা বিষয়ে পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় ৮০ শতাংশেরও বেশি শিক্ষার্থী।

একাদশ শ্রেণির অন্য পরীক্ষাগুলোর মধ্যে ৭ সেপ্টেম্বর ইংরেজি, ৮ সেপ্টেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ৯ সেপ্টেম্বর পদার্থ বিজ্ঞান/পৌরনীতি ও সুশাসন/ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ১০ সেপ্টেম্বর রসায়ন বিজ্ঞান/ইসলামের ইতিহাস ও সংস্কৃতি/ হিসাব বিজ্ঞান, ১২ সেপ্টেম্বর গণিত/যুক্তিবিদ্যা/ফিন্যান্স ব্যাংকিং ও বীমা, ১৩ সেপ্টেম্বর জীববিদ্যা/সমাজ বিজ্ঞান/উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন এবং ১৪ সেপ্টেম্বর অর্থনীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কলেজ প্রশাসন আরও জানায়, একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীরা নিজ খরচে উত্তরপত্র তৈরি করছে। এছাড়া অভিভাবকদের সহযোগিতার কারণে পর্যবেক্ষকের সম্মানী বাবদ ব্যয়ও সাশ্রয় হচ্ছে। আর তাই উত্তরপত্র জমা দেয়ার নির্ধারিত সময়গুলোতে পরীক্ষা বাবদ সাশ্রয়কৃত ব্যয়ের অংশটুকু শিক্ষার্থী বা অভিভাবকদের কাছে ফেরত দেবার সিদ্ধান্ত নেয় কলেজ প্রশাসন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন