আরব দেশগুলোর মাঝে এই প্রথম সংযুক্ত আরব আমিরাতে পিতৃত্বকালীন ছুটির ঘোষণা করা হয়েছে। আমিরাতের বেসরকারি খাতে চাকরিজীবী বাবারা সন্তান জন্মের পর প্রথম ৬ মাসের মধ্যে যেকোনো ৫দিন এই ছুটি গ্রহন করতে পারবেন এবং সে সঙ্গে পাবেন বেতন, পিতৃত্ব কালিন ভাতা।
৩০ আগষ্ট রবিবার আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান পিতৃত্বকালীন এই ছুটির আদেশ জারি করেন।
মূলত সংযুক্ত আরব আমিরাতের বেসরকারি খাতে কর্মরত কর্মীদের উৎসাহিত করতে এবং নারী-পুরুষের ভারসাম্যে প্রতিযোগিতা তৈরি করতে এই আদেশ জারি করা হয়। প্রথম আরব দেশ হিসেবে পিতৃত্বকালীন ছুটি ঘোষণার মাধ্যমে দেশটির নেতৃত্ব আরো শক্তিশালী হওয়ার পাশাপাশি পারিবারিক স্থিতিশীলতা ও সংহতি অর্জন করবে বলেও মনে করা হচ্ছে।