২৩শে আগস্ট দিবাগত রাত তিনটার সময় ফ্রান্সের প্যারিসের সেন ডেনিস এলাকায় নিজ বাসায় ( মেসে) স্টোক করে পারভেজ নামে এক বাংলাদেশী মৃত্যু হয়েছে ।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন )।
২৪ আগস্ট সকালে সেন ডেনিস হাসপাতালের মর্গে পারভেজের মৃতদেহ এনে রাখা হয়েছে । ৪৪ বছর বয়সী পারভেজ এর দেশের বাড়ী বাংলাদেশের টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার বাংরা গ্রামে । বাংলাদেশে তার স্ত্রী ,এক ছেলে ও এক মেয়ে রয়েছে ।
মরহুম পারভেজের মৃত্যুতে ফ্রান্স বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে । সামাজি যোগাযোগ মাধ্যমে প্রবাসীরা মৃতের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ।
করোনা পরিস্থিতিতে দীর্ঘ লকডাউন এবং অনিশ্চিত ভবিষ্যত ইত্যাদিতে দুশ্চিন্তায় তিনি স্টোক করতে পারেন বলে অনেকে জানিয়েছেন। জানাজা এবং দাফনের দিন ও সময় এখনও নির্ধারণ হয়নি।