বৃহত্তর সিলেটের প্রাচীনতম সংগঠন জালালাবাদ এসোসিয়েশন ইতালির জরুরী আলোচনা সভা নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। ২৩শে আগস্ট রোববার রাজধানীর রোমের সেন্টমার্টিন রেস্টুরেন্টে সন্ধ্যা ৯ ঘটিকায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অলি উদ্দিন শামীম, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলামের যৌথ পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ অলিউল ইসলাম, বৃহত্তর সিলেট যুব সংঘের সভাপতি আরমান উদ্দিন স্বপন, সিলেট সিটি ক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শরীফ খান সোহেল সহ জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও ইতালী প্রবাসী বৃহত্তর সিলেটবাসী।
সভায় এসোসিয়েশনের সকল নেতৃবৃন্দেরা একে একে তাদের বক্তব্যের মাধ্যমে জালালাবাদ এসোসিয়েশনকে আগামীতে আরও সুন্দরভাবে এগিয়ে যাওয়ার লক্ষ্যে এবং এই করোনা প্রাদুর্ভাব এর মধ্যেও বার্ষিক বনভোজন সহ অন্যান্য কর্মসূচি কিভাবে এগিয়ে নিয়ে যাবে এ নিয়ে বিশেষ পরামর্শ দেন।
এ সময় সভাপতি অলি উদ্দিন শামীম জালালাবাদ এসোসিয়েশনের চলমান কার্যক্রম ও করণীয় সম্পর্কে উপস্থিত সবাইকে অবগত করেন এবং দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন। সকালের সর্ব সম্মতিক্রমে তিনি এই বৎসর করোনার প্রাদুর্ভাব থাকার কারণে সরকারি স্বাস্থ্য বিধি মোতাবেক বার্ষিক বনভোজন বাতিল ঘোষণা করেন এবং যদি সম্ভব হয় তাহলে সিমিত আকারে পারিবারিক ভাবে ইতালী প্রবাসী বৃহত্তর সিলেটবাসীকে একটু আনন্দ উপভোগ করার জন্য স্থানীয় যে কোন পার্কে একটি অনুষ্ঠান আয়োজন করার মত বেক্ত করেন।
শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক একমত পোষণ করে বলেন আমরা স্থানীয় প্রশাসনের সাথে আলোচনা করে চেষ্টা করবো সিমিত আকারে বৃহত্তর সিলেট বাসীর আনন্দ বিনোদন এর ব্যবস্থা করতে এজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। পরিশেষে নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা হয়।