মোঃইবাদুর রহমান জাকির,সিলেট
প্রশাসনের আশ্বাসে সিলেট জেলায় ডাকা ৭২ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রবিবার বিকেল ৩টায় সিলেট পুলিশ সুপারের সাথে দেখা করে জেলা ট্রাক মালিক গ্রুপ এবং জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন ধর্মঘট প্রত্যাহার করে নেয়।
সিলেটের জৈন্তাপুরের সারিঘাটে বাঁশকল বসিয়ে চাঁদা আদায়ের প্রতিবাদে রবিবার থেকে সিলেট জেলায় ৭২ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা ট্রাক মালিক গ্রুপ এবং জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন।
রবিবার সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু হয়। বিকেল ৩টার দিকে পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিনের সাথে শ্রমিক ও মালিক সংগঠনের নেতারা বৈঠকে বসেন। বৈঠকে পুলিশ সুপারের পক্ষ থেকে বাঁশকল প্রত্যাহার ও রাস্তায় চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়া হলে মালিক ও শ্রমিকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করেন। বৈঠকে জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম ভার্চুয়ালি অংশ নেন।
সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল জানান, পুলিশ সুপারের সাথে বৈঠকে ইতিবাচক আশ্বাস দেয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।