­
­
বুধবার, ৯ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
নাসার সাথে চুক্তি, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা জোটে যুক্ত হলো বাংলাদেশ  » «   সারা দেশে সরকারি ফার্মেসি চালু করছে সরকার  » «   ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে বাটা-কেএফসি ভাংচুর : ৪ মামলা, গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান  » «   গাজায় গণহত্যা: ছয় জেলায় বাটা-কেএফসিতে হামলা-ভাঙচুর, হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ  » «   গাজার ৫০ শতাংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে, সংকুচিত হয়ে পড়ছেন ফিলিস্তিনিরা  » «   গাজায় ইসরায়েলি আগ্রাসন : প্রতিবাদে সামিল বাংলাদেশ  » «   যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ: বাংলাদেশের জন্য সুযোগও সৃষ্টি হতে পারে  » «   ১০০ ডলারের টি-শার্টের শুল্ক ৪৯ ডলার!  » «   বাংলাদেশসহ ১৩ দেশের ওপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা সৌদির  » «   ট্রাম্পের শুল্ক ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ  » «   ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ  » «   বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «  

মন্ত্রীর মধ্যস্ততায় রত্না চা-বাগান চালু
মো.ইবাদুর রহমান জাকির (সিলেট )



ছয়দিন বন্ধ থাকার পর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিনের নির্দেশনা অনুযায়ী সংকট নিরসনে বৈঠকের পর গতকাল বুধবার (২৪ জুন) চালু হয়েছে রত্না চা-বাগান।

‘কিছু উশৃঙ্খল শ্রমিক-কর্মচারী বাগানের বিভিন্ন কর্মকান্ড পরিচালনায় বাধা দিচ্ছেন। এতে উৎপাদন ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে।’ এরকম অভিযোগে গত ১৮ জুন এফ রহমান টি কোম্পানি লিমিটেডের মালিকানাধীন রত্না চা-বাগান কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বাগান বন্ধ ঘোষণা করে। পরে বাগান শ্রমিক ও বিভিন্ন মহল চা-বাগানটির কার্যক্রম চালু করার দাবী জানায়। বিষয়টি দৃষ্টিগোচর হলে জেলা ও উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন মন্ত্রী।সৃষ্ট সংকট নিরসনে গত ২০ জুন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে একটি জরুরী সভা করা হয়। সভায় ইউএনও অসীম চন্দ্র বনিক, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন আহমদ, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের জুড়ী ভ্যালি কমিটি ও রত্না চা-বাগান পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় সৃষ্ট কঠিন পরিস্থিতির জন্য বাগানের পঞ্চায়েত দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরণের ঘটনা আর ঘটবে না বলে অঙ্গীকার করেন। পরে সকলের মতামতের ভিত্তিতে বাগানের সার্বিক বিষয়ে সাতটি কার্যত সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর ইউএনও এই সভার রেজুলেশনটি বাগানের প্রধান কার্যালয়ে প্রেরন করেন। এরই পরিপ্রেক্ষিতে গত ২২ জুন বাগানটির প্রধান কার্যালয়ের মানবসম্পদ বিভাগের আবু হেনা মোস্তফা কামালের স্বাক্ষরিত একটি নোটিশে বাগানটি ফের চালু করার জন্য নির্দেশনা হয়।

২৪ জুন বুধবার থেকে চা-বাগানটি ফের চালু করা হবে মর্মে সকলকে যার যার কাজে যোগদান করার জন্য নোটিশে বলা হয়। এরসাথে যদি বিদ্যমান সংকটের পুনরাবৃত্তি ঘটে তবে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অত্র প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধসহ যে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে বলে নোটিশে ঘোষণা করে।

গতকাল বুধবার দুপুরে সরেজমিন রত্না চা-বাগানে গেলে চা উত্তলনসহ বাগানের সার্বিক কাজ চলতে দেখা গেছে। বাগান চালু হওয়ায় শ্রমিকরা আনন্দ প্রকাশ করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন