২৪ জুন সকাল ১১ টায় চার্টার্ড ফ্লাইটে করে পর্তুগালের উদ্দেশ্যে দেশের আকাশ ছাড়ার কথা ছিল বিমান বাংলাদেশের একটি এয়ারলাইন্স BG4129/24। যেখানে ইকিনুমি ক্লাসের সিট ভাড়া ছিল ১,১০,০০০ টাকা এবং বিজনেস ক্লাসের জন্য ১,৭৫,০০০ টাকা।
সেজন্য যাএীদের কে বিমান বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয় সকাল ৭ টায় এয়ারপোর্ট এ উপস্তিতি থাকার জন্য। করোনা ভাইরাসের কারনে লম্বা লাইনে দাড়িয়ে যত্রীদের ভেতরে প্রবেশ করতে হয়, এবং বিমান ছাড়ার সময় পরিবর্তন করা হয় সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা।
এ ব্যাপারে জানতে চাইলে যাএীদের কাছে, তারা জানান দীর্ঘ দিন দেশে থাকার কারনে অামাদের বিভিন্ন সমস্যায় ভুগতে হচ্ছে, অামাদের অনেকের রেসিডেন্স কার্ডের মেয়াদ ফুরিয়ে অাসছে, অনেকের ব্যাবসা বানিজ্য অাছে যার জন্য দ্রুত ফিরে যেতে বাড়তি অর্থ দিয়ে বিশেষ বিমানের টিকেট কাটা।
উল্টোদিকে নিশ্চিত টিকিট থাকার পরও যাএীরা এয়ারপোর্ট এ এসে জানতে পারে তাদের লিসবনে ল্যান্ডিং এর পারমিশন নাই, এ ব্যাপারে জানতে চাইলে যাএীরা জানান, বাংলাদেশ বিমান তাদের খাবার-দাবার সবকিছু সরবরাহ করছে, তাদের সবকিছু প্রস্তুত শুধু ল্যান্ডিং এর পারমিশন পেলে ২০ মিনিট এর মধ্যে তারা বিমান ছাড়বে লিসবনের উদ্দ্যেশ্যে, তারা শুধু লিসবনের সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চাচ্ছে, বাংলাদেশ দূতাবাস লিসবন কিভাবে পর্যেক্ষন করছে, তার জন্য অধীর অপেক্ষায় আছে।