আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আ.লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে শোকাহত পুরো সিলেট। দলের হাই কমান্ড থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সকলেই শোকে কাতর।
প্রয়াত এই মহান নেতার আত্মার শান্তি কামনায় ৩ দিনের শোক কর্মসূচী দিয়েছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। জেলার প্রতিটি উপজেলা ও নগরী প্রতিটি ওয়ার্ডে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল , দলীয় অফিসে অর্ধনমিত দলীয় পতাকা, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বিকেলে সিলেট জেলা আ.লীগের সভাপতি এড. লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন, মহানগর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন এ কর্মসূচী ঘোষনা করেন।