রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
Sex Cams
সর্বশেষ সংবাদ
লন্ডনে বিসিএ এ্যাওয়ার্ডস ২৮ অক্টোবর থাকছে নানা চমকপ্রদ আয়োজন  » «   বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৩২নং বাসভবন ভস্মীভূত এবং ভাস্কর্য ভাংচুরের নিন্দা ও প্রতিবাদ  » «    অদ্ভুত দেশপ্রেম ও খাঁটি ব্যক্তিগত স্বার্থ  » «   বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবারে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান  » «   দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয়  » «   টাওয়ার হ্যামলেটসের বো এলাকায় নতুন কাউন্সিল ভবনের উদ্বোধন করেছেন নির্বাহী মেয়র লুৎফুর  » «   বাংলাদেশে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাংবাদিকের প্রাণহানি এবং সৃষ্ট অস্থিরতা-সহিংসতায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের ক্ষোভ-নিন্দা  » «   সৃজনের আলোয় মুস্তাফিজ শফি, লন্ডনে বর্ণাঢ্য সংবর্ধনা  » «   বৃটেনে বাংলাদেশি বংশোদ্ভূত তাহমিনার অসাধারণ সাফল্য  » «   দুই বঙ্গকন্যা ব্রিটিশ মন্ত্রীসভায় স্থান পাওয়ায় বঙ্গবন্ধু লেখক এবং সাংবাদিক ফোরামের আনন্দ সভা ও মিষ্টি বিতরণ  » «   কেয়ার হোমের লাইসেন্স বাতিলের বিরুদ্ধে আইনী লড়াইয়ে ল’ম্যাটিক সলিসিটর্সের সাফল্য  » «   যুক্তরাজ্যে আবারও চার ব্রিটিশ-বাংলাদেশী  পার্লামেন্টে  » «   আমি লুলা গাঙ্গ : আমার আর্তনাদ কেউ  কী শুনবেন?  » «   বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে লন্ডনে ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটসের সেমিনার অনুষ্ঠিত  » «   লন্ডনে বাংলা কবিতা উৎসব ৭ জুলাই  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

এক দিনে ২২৭ কর্মকর্তাকে চাকুরিচ্যুত করল প্রাইম লাইফ ইন্সুরেন্স কোম্পানি



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

করোনা মহামারীর এই ক্রান্তিলগ্নে কোনো কারণ না দেখিয়ে প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড সারাদেশ থেকে একই সাথে ২২৭ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করেছে।

করোনার বন্ধ শেষে অফিস খোলার পর পরই ১ জুন থেকে কর্মকর্ত-কর্মচারীদের হাতে চাকুরিচ্যুতির পত্র ধরিয়ে দেওয়া হয়েছে।ঢাকার প্রধান কার্যালয়, চট্টগ্রামের বিভাগীয় কার্যালয়সহ সারাদেশের বিভিন্ন শাখা অফিস থেকে এসব কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে বলে কর্তৃপক্ষও তা স্বীকার করেছে।

প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন) কাজী আবুল মনজুর ২২৭ জন কর্মকর্তা কর্মচারীকে একই সাথে চাকরিচ্যুত করার সত্যতা স্বীকার করে বলেন, ‘‘কোম্পানির স্বার্থে অতিরিক্ত জনবল ছাঁটাই করা হচ্ছে। করোনা পরিস্থিতির মধ্যে এতজন কর্মীকে একই সাথে কেন চাকরিচ্যুত করা হলো এমন প্রশ্নের উত্তরে এই কর্মকর্তা জানান এটি একটি চলমান প্রক্রিয়া। করোনা পরিস্থিতির আগে থেকেই ছাঁটাই কার্যক্রম চলছিল।

‘করোনায় বন্ধের কারণে অনেককে চিঠি দেওয়া যায়নি।বন্ধ শেষে অফিস খোলার পর সবাইকে চিঠি দেওয়া হয়েছে।যদিও চাকরিচ্যুত কর্মীদের টার্মিনেশন লেটারে চাকরিচ্যুতির কোনো কারণ উল্লেখ করা হয়নি।”

একই প্রতিষ্ঠানের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল মতিন বলেন, ‘সারাদেশ থেকেই ২২৭ জন কর্মীকে টার্মিনেট করা হয়েছে। চট্টগ্রাম থেকেও একাধিক কর্মী ছাঁটাইয়ের তালিকায় রয়েছেন।’

তবে আকস্মিকভাবে কী কারণে এতোগুলো কর্মীকে চাকরিচ্যুত করা হলো সে ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি।

এদিকে হঠাৎ করেই চাকরি হারানো প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্সের একাধিক কর্মকর্তা কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘‘আমরা অনেকেই প্রতিষ্ঠানের শুরু থেকেই ১৫/২০ বছর ধরে এই প্রতিষ্ঠানে কাজ করে আসছি। হঠাৎ করেই গত সোমবার (১ জুন) আমাদের হাতে চাকরিচ্যুতির পত্র ধরিয়ে দেওয়া হয়েছে। পুরো চাকরি জীবনে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকলেও এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেলেও বিনাকারণে চাকরিচ্যুত করা হয়েছে বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের।

‘দেশের করোনা মহামারী পরিস্থিতির মধ্যে আকস্মিকভাবে চাকরি হারানো এসব কর্মকর্তা-কর্মচারী এখন পরিবার পরিজন নিয়ে চরম অসহায় অবস্থার মধ্যে পতিত হয়েছেন।অনেককে এমন বয়সে চাকরিচ্যুত করা হয়েছে যাদের আর কোথাও দ্বিতীয় কোনো চাকরি পাওয়ারও সুযোগ নেই।”

প্রাইম লাইফ ইসলামী ইন্সুরেন্স কোম্পানির এমন অমানবিক নিষ্ঠুর সিদ্ধান্তে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন চাকরি হারানো কর্মীরা।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন