আর্তমানবতার কল্যাণে ঐক্য, শান্তি , মানবতা স্লোগান নিয়ে প্রতিষ্ঠিত মানবিক সংগঠন World BD Humen Help Association করোনা মহামারী সময়ে বাংলাদেশের মানুষের পাশে দাড়াচ্ছে হাসিমুখে।
যুক্তরাষ্ট্র,কানাডা,যুক্তরাজ্য,ইউরোপ ও মধ্যপ্রাচ্যের একদল প্রতিশ্রুতিশীল প্রবাসীদের সমন্ধয়ে নবগঠিত এই সংগঠনের সকল সদস্যদের পক্ষ থেকে সিলেট বিভাগের পাঁচটি উপজেলায় এখন পর্যন্ত ১০০০ শারীরিক প্রতিবন্ধি ও এতিম পরিবারের মধ্যে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।
সংগঠনের ধারাবাহিক সহযোগিতার অংশ হিসাবে সিলেট বিভাগের পাচ উপজেলা- সিলেট সদর, বিয়ানীবাজার, জকিগঞ্জ, গোলাপগঞ্জ ও হবিগঞ্জ সদরে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
World DD Humen Help Association এর সহযোগিতা কার্যক্রমটি সিলেট মহানগরে আনুষ্ঠানিক উদ্ধোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
গত ২৫ রমজান সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চৌমুহনীতে প্রায় দেড় শতাধিক নিডি মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রী বিতরণ করেন- গোলাপগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলার রুহিন আহমদ খান প্রমূখ।
বিতরনণ অনুষ্ঠানের সমন্ধয়ে ছিলেন- বিডি ক্লাবের সহসভাপতি রাজন আহমদ জাবেদ,সদস্য মুমিত মিয়া, শাহিন আহমদ সহ অনেকে।
এরই ধারাবাহিকতায় ২৬ রমজান সিলেট মহানগরীর সুবিধবাজার ও মদিনা মার্কেট সংলগ্ন কয়েকটি পয়েন্টে প্রায় দুই শতাধিক শারীরিক প্রতিবন্ধি ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, মহানগর ছাত্রলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক জিয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক জাহেদুল হক জাহেদ।
এছাড়াও ২৬ রমজান সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুল্লাপুর ইউনিয়ন অফিসে লাউতা ও মুল্লাপুর ইউনিয়ন এবং বিয়ানীবাজার পৌর শহরের অসহায় নিন্মবিত্তদের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাহেল আহমদ সহ অনেকে।
একই দিনে বিয়ানীবাজারের চারখাই ও আলী নগর ইউনিয়নে শতাধিক পরিবারে হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেয়া হয়েছে। দুই ইউনিয়নের কার্যক্রমে উপস্থিত ছিলেন চারখাই ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ আলী, আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান মামুনূর রশীদ মামুন, ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনীর, ইউপি সদস্য আব্দুল বাসিত প্রমূখ।
এছাড়াও World DD Humen Help Association জকিগঞ্জ পৌরসভা সংলগ্ল মাঠের সামনে গত ২৬ রমজানে শতাধিক শারীরিক প্রতিবন্ধি ও এতিমদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে।
বিতরণ সময়ে উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী মো. খলিল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজি মোস্তাকিম হায়দর, পৌরসভা আওয়ামীলীগ সভাপতি শাসসুদ্দিন সহ অনেকে।
২৩ মে শনিবার হবিগঞ্জ উপজেলা সদরে প্রায় ১৫০জন অসহায় ও প্রতিবন্ধিদের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন হবিগঞ্জ লাখাই তিন আসনের সংসদ সদস্য আলহাজ্জ্ব এ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরশাখা আওয়ামীলীগ সভাপতি নীলাদ্রী শেখর পুরকায়স্থ, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক উৎপল কুমার রায়, যুবলীগ নেতা মঈন উদ্দিন চৌধুরী সুমন সহ অনেকে।
এসময় এ্যাডভোকেট আবু জাহির এমপি সকলকে সরকার নির্দেশিত করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
তিনি World DD Humen Help Association এর ভূয়ষী প্রসংশা করে বলেন- প্রবাসীরাও আছেন স্বাস্থ্য ঝুকিতে এবং লোকডাউনে তারাও কর্মহীন। তারপরও প্রবাসীরা দেশের স্বজনদের জন্য কাজ করছেন , যা অনুকরণীয় দৃষ্টান্ত। এই মহতিকাজের জন্য তিনি উদ্যোক্তা সকলেরর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রসঙ্গত World DD Humen Help Association ২০২০ সালে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রতিশ্রুতিশীল সমমনাদের নিয়ে গঠিত হয়। বাংলাদেশে তৃণমূল মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক সেবা মূলক কাজে সহযোগিতার লক্ষে সংগঠনটি কাজ করবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি আহবাব হোসেন সাজু এবং সাধারণ সম্পাদক জুনেদ আহমদ।