বাংলাদেশের সাথে মিল রেখে সংযুক্ত আরব আমিরাতের দুটো বাংলাদেশি স্কুলেও এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ সময় ১২ টায় অনলাইন পোর্টালের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল প্রকাশে শিক্ষার্থী শিক্ষক ও অবিভাবকদের মধ্যে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।
দেশটির রাজধানী আবুধাবীর শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুলে ৩৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩৪ জন পাস করেছে। এ প্লাস পেয়েছেন ১ জন, এ পেয়েছেন ১৯ জন এবং এ মাইনাস পেয়েছেন ৮ জন ও বি পেয়েছেন ৬ জন।এদিকে, রাস আল খাইমার বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলে শতভাগ সাফল্যের খবর জানা গেছে। এ পেয়েছেন ১৮ জন আর এ মাইনাস পেয়েছেন ৩ জন ও বি পেয়েছেন ১০ জন।