সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
Sex Cams
সর্বশেষ সংবাদ
দ্বিতীয় মুসলিম কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড আগামী ৯ই জুলাই লন্ডনে  » «   বিশ্বনাথে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের অর্থায়নে শিশুদের ফ্রি খৎনা প্রদান  » «   রাস্তা খুলে দেয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষে হাইকোর্টের রায়  » «   দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ আর নেই  » «   লন্ডন মুসলিম সেন্টারে দুই শতাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘ফেইথ ইন এনভারনমেন্ট’ সামিট  » «   রোবটিক্স বিজ্ঞানী ড. হাসান শহীদের নেতৃত্বে কুইন মেরি ইউনভার্সিটি অব লন্ডনে বিশ্বের ক্ষুদ্রতম মাল্টিরোটর সোলার ড্রোন উদ্ভাবন  » «   লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অফস্টেড রিপোর্টে ‘গুড’ গ্রেড অর্জন  » «   টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস : ১৮৫ জন শিক্ষার্থীকে সম্মাননা  » «   ব্যারিস্টার নাজির আহমদের “ইন্সপায়ার এ মিলিয়ন”নামে চ্যারিটি প্রতিষ্ঠার ঘোষণা  » «   সম্মিলিত সাহিত্য ও  সাংস্কৃতিক পরিষদের ২০২৫-২৬ পরিচালনা পর্ষদ গঠন  » «   গ্রেটার ফতেহপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত  » «   আওয়ামী লীগ ও জামায়াতের মিল আর গুজব রাজনীতি  » «   পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেছেন ডা. শফিকুর রহমান  » «   প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের দ্বি-বার্ষিক সম্মেলন  » «   শেখ হাসিনা ও সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

“ঢাকায় বেকার’স ফেস্টিভ্যাল সিজন-২” ২০১৯ অনুষ্ঠিত



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন


বিডিবেকারসের তত্ত্বাবধানে বেকার’স ফেস্টিভ্যাল – সিজন ২ – ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। ধানমন্ডির মাইডাস সেন্টারে ৮ ও ৯ ফেব্রুয়ারি দিনব্যাপী এ বেকিং উৎসব এর আয়োজন করা হয়। মেলায় হোম মেইড কেক, ডেজার্ট ও অন্যান্য বেকিং খাবার প্রদর্শন এবং বিক্রির ব্যবস্থা ছিল। এছাড়া বেকার’স ফেস্টিভ্যাল – সিজন ২ উপলক্ষে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বেকিং বিষয়ক ম্যাগাজিন “Bangladeshi Bakers” প্রকাশ করা হয়।মেলাটি ছিল সকলের জন্য উন্মুক্ত।দেশের জনপ্রিয় কাস্টোমাইজড কেক মেকারদের তৈরি কেক নিয়ে একটি মিনি প্রদর্শনীর ব্যবস্থাও ছিল দর্শনার্থীদের জন্য। বেকিংয়ের প্রয়োজনীয় সরঞ্জাম ও কাঁচামাল সরবরাহকারী প্রতিষ্ঠানও তাদের পসরা নিয়ে ছিল একই ছাদের তলায়।

বেকিং মেলার এই উদ্যোগের আয়োজক হিসেবে ছিলেন পুনিজ কিচেনের দুই কর্ণধার উম্মে আকলিমা আলম (আনিকা) ও আবু হেনা মোস্তফা কামাল (রুমি), মাদার’স ড্রিম বেকারির কর্ণধার সুরাইয়া মান্নান এবং ডক্টর’স বেকের দুই কর্ণধার ডা. শাহীন আকতার (হ্যাপি) ও ডা. জাহিদুর রশীদ সুমন।


উল্লেখ্য, বাংলাদেশের হোম মেইড ও কাস্টোমাইজড কেকের জনপ্রিয়তার ইতিহাস খুব বেশি দিনের নয়। শুরুর দিকে খুব অল্প কয়েকজন বেকার যার যার নিজস্ব পরিচিত গণ্ডির ভিতরে কাস্টোমাইজড কেক বানিয়ে বিক্রি করতেন। এদের মধ্যে থেকেই দুজন বেকার ২০১৪-তে বেকিং টিপস, ট্রেনিং অ্যান্ড টিউটোরিয়াল নামের একটি গ্রুপ খোলেন, মূলত বন্ধুদের বেকিং সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সেই গ্রুপে আস্তে আস্তে দেশে কাজ করা অনেক হোম বেকারকে যোগ করেন ” দ্যা ফ্লুরিস্ট (The flourist)এর)কর্ণধার সারিয়া।

এর পর ধীরে ধীরে বেকিংয়ে আগ্রহী অনেক মানুষ যোগ দেন, পরস্পরের সঙ্গে বেকিং জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিতে। বাসায় নিজেদের জন্য বেকিং করা বেকারদের পাশাপাশি যারা বেকিংকে পেশা হিসেবে নিতে চান বা নিয়েছেন, তারাও নানা দরকারে এই গ্রুপে সাহায্য চেয়েছেন, আবার নিজেরাও সাহায্য করেছেন। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা এই গ্রুপের বেকারদের সম্মিলিত প্রচেষ্টায় গ্রুপে সংশ্লিষ্ট হোমবেজড বেকারদের কাজের পরিধি এবং গুণগত মান এতই বেড়েছে যে যেকোনো বিশেষ অনুষ্ঠান বা বিশেষ উদযাপনের দিনে ক্রেতারা এই বেকারদের কাছেই আসছেন কেক বা ডেজার্টের আবদার নিয়ে।

কোন উপকরণ ভালো, কোন পণ্য সর্বাধিক সাশ্রয়ী মূল্যে কোথায় পাওয়া যাবে, কোন রেসিপিতে সবচেয়ে মজাদার বেকড প্রোডাক্ট সহজে বানিয়ে ফেলা সম্ভব, কোন ডেকোরেশন টেকনিক কীভাবে আয়ত্ত করা যায়, কার কাছে কীভাবে বেকিং বা কেক ডেকোরেশন শেখা যায় – এই সমস্ত বিষয় নিয়ে এই গ্রুপে নিয়মিত আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বের অবতারণা করেন গ্রুপের সদস্যরাই। ২০১৭ সালে গ্রুপের একজন সদস্য প্রস্তাব করেন যে, এই গ্রুপের সঙ্গে জড়িত প্রফেশনাল ও সেমি প্রফেশনাল বেকারদের নিয়ে একটি মিলনমেলার আয়োজন করা হোক যাতে করে বেকারস কমিউনিটির সদস্যদের নিজেদের ভিতরকার বন্ধন দৃঢ় হয়। সেই উদ্যোগ থেকেই ২০১৭ সালের ২৬ মার্চ বেশ কয়েকজন বেকারের আর্থিক এবং সাংগঠনিক সহযোগিতায় তাদের প্রথম মিলনমেলার আয়োজন করা হয়। তখন বিভিন্ন বেকারের পরামর্শে ঠিক করা হয় যে পরবর্তী মিলনমেলায় বেকারদের খাবার ও কাজের প্রদর্শনী করা যেতে পারে। ২০১৮ সালের মার্চের ৯-১০ তারিখে গ্রুপ থেকে প্রথম বারের মত একটি প্রদর্শনী, মিলনমেলা ও ওয়ার্কশপের আয়োজন করা হয় এবং গ্রুপের জনসংযোগ ও আনুষ্ঠানিক প্রচারের জন্য ” বিডি বেকার’স (BDBakers)নামক সংঠনেরও জন্ম হয়।

এরই ধারাবাহিকতায় বিডি বেকার’স-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হোল বেকার’স ফেস্টিভ্যাল – সিজন ২। এই উৎসবে প্রথমে কেবলমাত্র গ্রুপের সদস্যদের অংশগ্রহণের কথা থাকলেও, পরবর্তীতে আরো অনেক জনপ্রিয় বেকার যুক্ত হন। এই মেলাটিতে সকলের জন্য উন্মুক্ত প্রবেশাধিকার ছিল, যেকোনো খাদ্যপ্রেমী ফেস্টিভ্যালে এসে বেকারদের স্টল পরিদর্শন করে পছন্দসই কেক, ডেজার্ট ও অন্যান্য খাবার কিনে নিতে পেরেছেন। সেই সাথে ক্রয় করেছেন বেকার’স ফেস্টিভ্যাল – সিজন ২ উপলক্ষে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বেকিং বিষয়ক ম্যাগাজিন “Bangladeshi Bakers” ।
এবারের ফেস্টিভ্যাল এ ক্যারিয়ার পার্টনার হিসেবে – Skill Jobs , বেভারেজ পার্টনার হিসেবে – 7up & Aqufina, পেমেন্ট পার্টনার হিসেবে – iPay, পাব্লিকেশন পার্টনার হিসেবে – Punizz Kitchen ও রেডিও পার্টনার হিসেবে ছিল ABC Radio. ফেস্টিভ্যাল এর ইভেন্ট কাভার করেছে টিম সিমুড ইভেন্টস।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন